Bankura: পশুপ্রেমিককে ইট দিয়ে থেঁতলে খুন, গ্রেফতার ২
Bankura: বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণগঞ্জ এলাকার বাসিন্দা সুদিন পাল ও তাঁর ভাই অমিতাভ পাল দীর্ঘদিন ধরে স্থানীয় পথ কুকুরদের সেবা শুশ্রূষা করে আসছেন। মঙ্গলবার রাতে স্থানীয় একটি গাজন দেখে বাড়ি ফেরার পথে অমিতাভ পাল দেখেন স্থানীয় দুই যুবক পথ কুকুরদের মারধর করছে।

বাঁকুড়া: পথ কুকুরদের খাবার দেওয়া এবং পথ কুকুরদের মারধরের প্রতিবাদ করার অপরাধে বিষ্ণুপুরে এক পশুপ্রেমীকে ইট দিয়ে থেঁতলে খুনের ঘটনায় মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করল বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবকের নাম শৈলেন পাল ও টোটন পাল। ধৃত দুজনকেই বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণগঞ্জ এলাকার বাসিন্দা সুদিন পাল ও তাঁর ভাই অমিতাভ পাল দীর্ঘদিন ধরে স্থানীয় পথ কুকুরদের সেবা শুশ্রূষা করে আসছেন। মঙ্গলবার রাতে স্থানীয় একটি গাজন দেখে বাড়ি ফেরার পথে অমিতাভ পাল দেখেন স্থানীয় দুই যুবক পথ কুকুরদের মারধর করছে। ঘটনার প্রতিবাদ করতে গেলে অমিতাভ পাল ও সুদিন পালের উপর চড়াও হয়ে তাঁদের বেধড়ক মারধর করে স্থানীয় দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুদিন পালের। এই ঘটনার তদন্তে নেমে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।
এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপরই সুদিন পাল খুনের ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় বাসিন্দা শৈলেন পাল ও টোটোন পালকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বিষ্ণুপুর শহরের কৃষ্ণগঞ্জ এলাকার বাসিন্দা সুদিন পালের সঙ্গে বচসা হয় স্থানীয় শৈলেন পাল এবং টোটন পালের।
এরপর থেকেই এলাকার সিসিক্যামেরার ফুটেজ ও স্থানীয় সূত্র কাজে লাগিয়ে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে কাউন্সিলর।

