Bankura: দিনে দিনে বাড়ানো হচ্ছে কাজ, কিন্তু মাসিক বেতন… আজ পথে নামলেন আশাকর্মীরাও
Bankura: আন্দোলনকারী আশাকর্মীদের দাবি মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে তাঁরা বারংবার আন্দোলন করলেও রাজ্য সরকার তাতে কান দেয়নি। দীর্ঘ চার মাস ধরে রাজ্যের আশা কর্মীদের ইনসেনটিভ বকেয়া পড়ে রয়েছে। বকেয়া রয়েছে মোবাইল বিল সহ অন্যান্য অর্থও।

বাঁকুড়া: মাসিক ভাতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে কাজের বাড়তি বোঝা হ্রাসের দাবি-সহ বিভিন্ন পেশাগত দাবিকে সামনে রেখে ধর্মঘটে সামিল আশা কর্মীরা। নিজেদের কাজ বন্ধ রেখে এদিন বাঁকুড়ার কোতুলপুরে আশা কর্মীরা মিছিল ও গোগড়া গ্রামীণ হাসপাতালে বিক্ষোভও দেখায়।
আন্দোলনকারী আশাকর্মীদের দাবি মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে তাঁরা বারংবার আন্দোলন করলেও রাজ্য সরকার তাতে কান দেয়নি। দীর্ঘ চার মাস ধরে রাজ্যের আশা কর্মীদের ইনসেনটিভ বকেয়া পড়ে রয়েছে। বকেয়া রয়েছে মোবাইল বিল সহ অন্যান্য অর্থও। এই অবস্থাতেও কোনোক্রমে পরিস্থিতি সামাল দিয়ে প্রসূতি ও শিশু মৃত্যু রোধে লাগাতার কাজ করে যাচ্ছে রাজ্যের আশা কর্মীরা। কিন্তু অভিযোগ, সম্প্রতি সেই আশা কর্মীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বাড়তি কাজের বোঝা। বিভিন্ন সমীক্ষা থেকে শুরু করে এলাকার বয়স্কদের শারীরিক অবস্থার দিকে নজর রাখার দায়িত্ব দেওয়া হচ্ছে এলাকার আশা কর্মীদের।
বাড়তি এই কাজের চাপে বহু আশা কর্মী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এমতাবস্থায় অবিলম্বে মাসিক ভাতা বৃদ্ধি, বকেয়া ইনসেনটিভ ও মোবাইল বিল প্রদান এবং বাড়তি কাজের চাপ কমানোর দাবিকে সামনে রেখে দিনভর নিজেদের কাজ বন্ধ রেখে ধর্মঘটে সামিল হন কোতুলপুর ব্লকের আশা কর্মীরা। আশা কর্মীদের তাঁদের দাবিগুলি স্থাস্থ্য দফতরের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ।

