Bankura: ‘যেমন কুকুর আসবে, তেমনই মুগুর ব্যবস্থা করুন’, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 11, 2023 | 3:28 PM

Bankura: বিধায়কের এই বক্তব্য প্ররোচনামূলক দাবি করে তৃণমূলের বক্তব্য এরপর এলাকায় অশান্তি হলে তার সব দায় নিতে হবে বিধায়ককে। দলীয় বিভিন্ন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এর আগে একাধিকবার উত্তেজিত মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

Bankura: যেমন কুকুর আসবে, তেমনই মুগুর ব্যবস্থা করুন, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
বিজেপি বিধায়ক অমরনাথ শাখা

Follow Us

বাঁকুড়া:  পঞ্চায়েত নির্বাচন আসছে। বাঁকুড়ার তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রাজনৈতিক উত্তাপও।  “ভোট লুঠ করতে যেমন কুকুর আসবে তেমনি মুগুর দিয়ে আপনারা ব্যবস্থা করবেন। তারপর আমরা বাকিটা বুঝে নেব”। কর্মীদের প্রতি এমন নিদান দিয়ে ফের বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা। সকালে বাঁকুড়া দু’নম্বর ব্লকের বাগানপুকুর এলাকায় গিয়ে স্থানীয় দলীয় কর্মীদের প্রতি এই নিদান দেন বিধায়ক। বিধায়কের এই বক্তব্য প্ররোচনামূলক দাবি করে তৃণমূলের বক্তব্য এরপর এলাকায় অশান্তি হলে তার সব দায় নিতে হবে বিধায়ককে। দলীয় বিভিন্ন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এর আগে একাধিকবার উত্তেজিত মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বাঁকুড়া দু’নম্বর ব্লকের বাগানপুকুর এলাকায় স্থানীয় একটি দুঃস্থ পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রামে ভোট লুঠের ইতিহাস মনে করিয়ে দেন তিনি। স্থানীয় বিজেপি কর্মীদের প্রতি অমরনাথ শাখার নিদান আগামী পাঁচ বছর ভালো থাকার জন্য পঞ্চায়েত ভোটের দিন নাওয়া খাওয়া ভুলে এলাকার বুথ রক্ষা করতে হবে।

তাঁর কথায়, “এরপরও কেউ ভোট লুঠ করতে এলে, যেমন কুকুর আসবে তেমন মুগুর দিয়ে ব্যবস্থা করতে হবে।” এই বিষয়টা নিয়ে রাজনৈতিক বিতর্ক ছড়াতেই নিজের বক্তব্যের সমর্থনে বিধায়ক বলেন, “নিদান দেওয়ার কিছু নেই। মানুষ সব বুঝে গিয়েছে। উপর তলার চোরদের ধরা হয়ে গেলেই পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা নীচুতলার চোরদের ধরে জেলে ভরব।”

বিজেপি বিধায়কের এই নিদানের প্রেক্ষিতে সমালোচনায় সরব হয়েছে ঘাসফুল শিবির। তৃনমূলের দাবি, দু’বছরের বেশি সময় ধরে অমরনাথ শাখা বিধায়ক রয়েছেন। কিন্তু এলাকার মানুষ প্রয়োজনে তাঁকে পাশে পাননি। এখন একটা করে ইস্যু তৈরি করে লাগাতারভাবে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন। এর জন্য এলাকায় অশান্তি তৈরি হলে তাঁর দায় বিধায়ককেই নিতে হবে।

Next Article