বাঁকুড়া: জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার পথে নামলেন এলাকার মহিলারা। ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে বিষ্ণুপুরের মহকুমা শাসকের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মহিলারা। বিক্ষোভকারীরা জোর করে মহকুমা শাসকের দফতরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বিক্ষোভকারীদের।
গত ২৪ অগষ্ট বাঁকুড়ার বিষ্ণুপুর জঙ্গলে পাতা কুড়োতে যান স্থানীয় এক গৃহবধূ। পরের দিন গভীর জঙ্গল থেকে অর্ধনগ্ন অবস্থায় ওই বধূর দেহ উদ্ধার হয়। দেহের ময়না তদন্তের পর প্রাথমিকভাবে জানানো হয় সাপের কামড়ে ওই বধূর মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ হিসাবে সাপের কামড়ের কথা উল্লেখ করা হয়।
এরপরই আজ এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ে বিষ্ণুপুরের মহকুমা শাসকের দফতরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, ধর্ষণ ও খুনের ঘটনার কথা ধামাচাপা দিতে এখন পুলিশ ও প্রশাসন সাপের কামড়ের তত্ত্ব সামনে আনছে। অবিলম্বে ঘটনার প্রকৃত তদন্ত করে আসল ঘটনা সামনে আনার দাবিতে এদিন মহকুমা শাসককে স্মারকলিপিও দেন এলাকার বিক্ষোভকারী মহিলারা।