Bankura CPIM: অভিষেকের সফরের পরই হাওয়াবদল, তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিএমে যোগ

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 24, 2023 | 4:23 PM

Bankura CPIM: জঙ্গলমহলে সফর করে মঙ্গলবারই তিনি বাঁকুড়ার ছাতনায় ফেরেন। অভিষেকের সফর শেষ হতেই তৃণমূলে বড়সড় ভাঙন জঙ্গলমহলে। ভাঙন হয়েছে গেরুয়া শিবিরেও।

Bankura CPIM: অভিষেকের সফরের পরই হাওয়াবদল, তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিএমে যোগ
বাঁকুড়ায় সিপিএমে যোগদান

Follow Us

বাঁকুড়া: অভিষেকের বাঁকুড়া সফরের পরের দিনই তৃণমূল ও বিজেপি ছেড়ে বাঁকুড়ার রানিবাঁধে সিপিএমে যোগ দিলেন দুশোরও বেশি কর্মী। বুধবার রানিবাঁধ ব্লকের দ্বারগেড়িয়া মোড়ে দলে নবাগতদের হাতে সিপিএম-এর পতাকা তুলে দেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। মূলত একশো দিনের কাজের বকেয়া টাকা না পাওয়া, পঞ্চায়েতের দুর্নীতি, কর্মসংস্থানের ইস্যুতেই দলত্যাগ করে সিপিএম -এর পতাকা কাঁধে তুলে নিয়েছেন বলে দাবী দলত্যাগী কর্মীদের। দ্বিতীয় দফার নবজোয়ার কর্মসূচি নিয়ে গত সোমবার বাঁকুড়ায় যান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ছিল তাঁর বাঁকুড়ার জঙ্গলমহল সফর। জঙ্গলমহলে সফর করে মঙ্গলবারই তিনি বাঁকুড়ার ছাতনায় ফেরেন। অভিষেকের সফর শেষ হতেই তৃণমূলে বড়সড় ভাঙন জঙ্গলমহলে। ভাঙন হয়েছে গেরুয়া শিবিরেও।

বুধবার রানিবাঁধ ব্লকের রাজাকাটা গ্রাম পঞ্চায়েতের ভুড়কুড়া মোড় থেকে সিপিএম কর্মীরা মিছিল করে স্থানীয় দ্বারগেড়িয়া মোড়ে যায়। সেখানে প্রায় দুশো জন তৃণমূল ও বিজেপির পতাকা ছেড়ে কাঁধে সিপিএম-এর লাল পতাকা তুলে নেন। দলবদল করা কর্মীদের দাবি, একশো দিনের কাজের মজুরি মাসের পর মাস বকেয়া রয়েছে। রয়েছে কর্মসংস্থানের চূড়ান্ত অভাব।

বারেবারে স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সর্বস্তরে জানিয়েও লাভ হয়নি। তাই তাঁরা তৃণমূল ও বিজেপির পতাকা ছেড়ে সিপিএম-এ যোগ দিয়েছেন। সিপিএম নেতৃত্বের দাবি, রাজাকাটা গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল থেকে উৎখাতের প্রতিজ্ঞা নিয়েই এই কর্মীরা সিপিএমে যোগ দিয়েছেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই যোগদান স্বাভাবিকভাবেই সিপিএম-কে অক্সিজেন জুগিয়েছে। প্রসঙ্গত, সাগরদিঘি নির্বাচনের পর থেকেই বামেদের শক্তিসঞ্চয়ে অস্বস্তিতে শাসকশিবির।

Next Article