বাঁকুড়া: বাঁকুড়ার বিভিন্ন প্রাথমিক স্কুলগুলির (Primary Schools) পড়ুয়াদের জন্য কমিউনিটি পুলিশিং-এর (Community Policing) অঙ্গ হিসেবে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) যুক্ত করার সিদ্ধান্ত নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। কড়া ভাষায় তোপ দেগেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। কেন দফতরকে না জানিয়ে স্থানীয় স্তরে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের থেকে রিপোর্ট চেয়েছে শিক্ষা দফতর। স্কুলে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে পড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমন এক অবস্থায় এবার বাঁকুড়া জেলা পুলিশের (Bankura District Police) তরফে কমিউনিটি পুলিশিং-এর বিষয়ে বিবৃতি জারি করে গোটা বিষয়টি খোলসা করে দেওয়া হল।
কী বলছে বাঁকুড়া জেলা পুলিশ? বৃহস্পতিবার জেলা পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অনেকে এই কমিউনিটি পুলিশিং-এর উদ্যোগকে স্কুলের নিয়মিত ক্লাসকে প্রতিস্থাপনের চেষ্টা হিসেবে ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। পুলিশের বক্তব্য, এটি সম্পূর্ণ মিথ্যা, বিকৃত ও ভুল তথ্য। বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিকত মানের শিক্ষাবিজ্ঞানের যে ক্লাসগুলি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, তা সম্পূর্ণ বিনামূল্যে কোচিং ক্লাসের আকারে চলবে। বিদ্যালয়ের নিয়মিত ক্লাসের পাশাপাশি এগুলি চলবে এবং সেক্ষেত্রেও যোগদান শিশুদের ইচ্ছার উপর নির্ভর করছে বলে জানিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ।
পুলিশের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই উদ্যোগের সঙ্গে স্কুলের ক্লাসের কোনও সম্পর্ক নেই। স্কুলের নিয়মিত ক্লাসের পর এই কোচিং চলবে। তবে এই কোচিং ক্লাস কোনও স্কুলে নেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পড়ুয়া ও অভিভাবক-অভিভাবকদের সুবিধামতো কোনও জায়গা বেছে নিয়ে এই ক্লাসগুলি হবে।
বাঁকুড়া জেলা পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, কমিউনিটি পুলিশিং-এর অঙ্গ হিসেবে বিভিন্ন উদ্যোগ এর আগেও নেওয়া হয়েছে। কখনও রক্তদান শিবির, কখনও চক্ষুদান শিবির, কখনও আবার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের প্রশিক্ষণের জন্য উত্তরণ প্রকল্প নেওয়া হয়েছে। কোভিডের সময়ে খাদ্য সামগ্রীও বিলি করা হয়েছে। ইউপিএসসি, ডাব্লিউবিপিএসসি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও বিভিন্ন উদ্যোগ বাঁকুড়া জেলা পুলিশের তরফে নিয়মিতভাবে নেওয়া হয়ে থাকে বলে জানাচ্ছে পুলিশ।