Bankura Elephant: পিছনের পায়ের একটা গুঁতোই যথেষ্ট, বাঁকুড়ায় হাতির হানায় আক্রান্ত হুলা পার্টির সদস্য
Bankura: বাঁকুড়ার ইন্দপুরের জঙ্গলে। ওই ব্যাক্তিকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
বাঁকুড়া: হাতির দলকে তাড়াতে গিয়ে গুরুতর জখম হলেন হুলা পার্টির এক সদস্য। আহত ব্যাক্তির নাম প্রসেনজিৎ হেমব্রম। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দপুরের জঙ্গলে। ওই ব্যাক্তিকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
গত কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের সীমানা টপকে হাতির একটি দল সারেঙ্গা হয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। এই দলটিতে তিনটি শাবক সহ মোট দশটি হাতি রয়েছে। সম্প্রতি হাতির দলটি ইন্দপুর ব্লকের বনাঞ্চলে চলে আসে। হাতির হানায় ফসলহানিও হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় বন দফতর।
হাতিগুলিকে ফের পশ্চিম মেদিনীপুরের দিকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় বন দফতর। এজন্য তলব করা হয় রানিবাঁধের একটি হুলা পার্টিকে। মঙ্গলবার ইন্দপুর জঙ্গল থেকে হাতিগুলির গতি পরিবর্তনের সময় আচমকাই হাতির দলটি পালটা তাড়া করে হুলা পার্টিকে। এই সময় গর্তে পা পড়ে গিয়ে জঙ্গলের গাছের গুঁড়িতে সজোরে ধাক্কা লাগে প্রসেনজিৎ হেমব্রম। দ্রুত হুলা পার্টির অন্যান্য সদস্যরা জখম প্রসেনজিৎ হেমব্রমকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যান।
গত মাসেই হাতির দল দামোদর নদ পেরিয়ে বাঁকুড়ার জঙ্গলে ঢোকে। যার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টা খানেক বন্ধ থাকে জাতীয় সড়কে যান চলাচল। সেবার বুদবুদের তিলডাং এলাকায় জাতীয় সড়ক থেকে হাতির দলটিকে সরাতে অনেক কষ্টে সক্ষম হয় বন দফতর। ৬৬টি হাতির ওই দলকে বাঁকুড়ার পাত্রসায়র ও সোনামুখীর দিকে নিয়ে যাওয়া হয়। গলসি ১ ব্লকের সিমনোড় হয়ে দামোদর পার করিয়ে বাঁকুড়ার জঙ্গলে হাতির দলকে পাঠানো হয়।
সেসময় ঘটে আরও এক বিপত্তি। রেল লাইন থেকে তিন কিলোমিটারের মধ্যে তিলডাং এলাকায় জাতীয় সড়কে বেশ কয়েকটি হাতি দাঁড়িয়ে পড়ে। সেই হাতির পালকে সরাতে গিয়ে কম কাঠখড় পোড়াতে হয়নি বনকর্মীদের। বনকর্মীরা জানিয়েছিলেন, হাতিগুলি সবকটি বাঁকুড়ার তেমনটা নয়, সিংহভাগই ঝাড়খণ্ডের। কারণ, বাঁকুড়ায় রেসিডেন্সিয়াল হাতি সাত থেকে দশটি। অর্থাৎ সব মিলিয়ে গত কয়েক মাসেই হাতির উৎপাতে নাজেহাল বাঁকুড়াবাসী। ইতিমধ্যেই বেশ কয়েক বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। কিন্তু এবারে আক্রান্ত হলেন হুলা পার্টিরই এক সদস্য।
আরও পড়ুন: Sundarbans Tiger Sumari: দেরিতে হলেও শুরু হল সুন্দরবনের বাঘ গণনার কাজ
আরও পড়ুন: ‘দুয়ারে’ শীত, আয়ু কতদিন? পারদপতন হলেও স্বস্তি নেই, বলছে হাওয়া অফিস