বাঁকুড়া: দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী। গ্রেফতার বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shayamaprasad Mukherjee)। টেন্ডার দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এর আগে সারদা কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছিল তাঁর। পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভোটের আগে পৌরসভার প্রশাসকমণ্ডলী তৈরি করা হয়েছিল, সে সময় তাঁকে তালিকা থেকে বাদ দেওয়া হয়।
তারও আগে বিষ্ণুপুরের মহকুমা শাসক অভিযোগ করেছিলেন, একটি কাজের টেন্ডার তিনি থামিয়েছেন। আজই তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিছু তথ্য গোপন করায় গ্রেফতার করা হয় তাঁকে।
সূত্রের খবর, গত ৩৪ বছর ধরে বিষ্ণুপুর পুরসভায় চেয়ারম্যান ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেসময় একাধিক প্রকল্পের টেন্ডার হয়েছিল। কিন্তু সেই প্রকল্পগুলিতে কোনও কাজই হয়নি। মহকুমা শাসকের তরফে তদন্ত শুরু হয়। পরে রিপোর্ট জমা দেয় চিফ ভিজিল্যান্স অফিসার। তদন্তে দুর্নীতির একাধিক তথ্য উঠে আসছে। তবে গ্রেফতারি প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, “কেন গ্রেফতার করা হল, এখনও জানি না আমি।”
উল্লেখ্য, দীর্ঘদিন তিনি তৃণমূল বিধায়ক ছিলেন। এবারে ভোটের আগে পালাবদলের মরশুমে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। এই ঘটনায় অস্বস্তিতে বিজেপি। এ প্রসঙ্গে বর্তমান বিষ্ণুপুর পৌরসভার পৌর প্রশাসক অর্চিতা বিদ বলেন, “আমি আপনাদের মুখ থেকেই শুনলাম। কেন গ্রেফতার করা হয়েছে জানি না। এটা তো প্রশাসনের ব্যাপার। প্রশাসন তার নিজের পথেই হাঁটবে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।”
অন্যদিকে প্রাক্তন মন্ত্রীর ছেলে শুভ মুখোপাধ্যায় বলেন, “আমি জানি না বাবাকে কেন গ্রেফতার করা হয়েছে। এখন এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আগে গোটা বিষয়টা বুঝতে হবে।” বিজেপির রাঢ়বঙ্গ জোনের অবজার্ভার পার্থ কুণ্ডু বলেন, “যতদিন তৃণমূলে ওঁ ছিলেন, ততদিনে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। এখন বিজেপিতে আসার পরই সব অভিযোগ! আসলে সামনে পুরভোট। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই তৃণমূল এ সব করছে।” আরও পড়ুন: বিজেপিকে ভোট দিয়েছে বলেই রাস্তায় চরছে হাঁস!