Bankura Fraud Case: বাইকে তেল ভরতে গিয়ে পেট্রোল পাম্প মালিকের হাতে ধরা পড়লেন ‘মানবাধিকার কমিশনের’ পদস্থ কর্তা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 09, 2022 | 12:06 PM

Bankura Fraud Case: বাকি টাকার জন্য লাগাতার হুমকি ফোন আসতে শুরু করে ওই পেট্রোল পাম্প মালিকের কাছে। কিন্তু যুবকের কথাবার্তায় সন্দেহ হতে থাকে পেট্রোল পাম্প মালিকের।

Bankura Fraud Case: বাইকে তেল ভরতে গিয়ে পেট্রোল পাম্প মালিকের হাতে ধরা পড়লেন মানবাধিকার কমিশনের পদস্থ কর্তা
বাঁকুড়ায় প্রতারণার অভিযোগে গ্রেফতার

Follow Us

বাঁকুড়া: কালো রঙা একটি বাইকে তেল নিতে গিয়েছিলেন পেট্রোল পাম্পে। বাইকের সামনে আবার লাগানো ছিল মানবাধিকার কমিশনের স্টিকার। কিন্তু সেসময় পাম্পে তেল কম থাকায়, তাঁকে ফেরত পাঠিয়ে দেন কর্মীরা। নিজেকে মানবাধিকার কমিশনের বড় কর্তা পরিচয় দেন যুবক। এমনকি পাম্পের মালিকের বিরুদ্ধে সিবিআই দিয়ে তদন্ত করানোরও হুমকি দেন। ভুয়ো পরিচয় দিয়ে পাম্প মালিকের কাছ থেকে মোটা টাকা হাতাতেই বেকায়দায় সেই মানবাধিকার কমিশনের ‘কর্তা’! ফাঁস হয় যুবকের কীর্তি।  বাঁকুড়ার জয়পুরে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক। ধৃতের নাম ইজরায়েল মিদ্যা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার জয়পুর থানার গেলিয়া এলাকায় একটি পেট্রোল পাম্পে গত ৪ মে ইজরায়েল বাইক নিয়ে তেল ভরতে গিয়েছিলেন। পাম্পের কর্মীরা জানাচ্ছেন, তাঁর বাইকে মানবাধিকার সংগঠনের স্টিকার লাগানো ছিল। জানা যাচ্ছে, সেই সময় ওই পেট্রোল পাম্পে যথেষ্ট পেট্রোল মজুত ছিল না। ফলে শুধুমাত্র আপৎকালীন গাড়িগুলিকেই তেল দেওয়া হচ্ছিল। পেট্রোল পাম্পের কর্মীরা বাইকটিকে তেল দিতে রাজি না হলে, ওই যুবক পাম্পে হম্বিতম্বি শুরু করেন। তখন পাম্পের অন্যান্য কর্মীদের মধ্যস্থতায় যুবক সেসময় পাম্প থেকে চলে যান।

পরে নিজেকে মানবাধিকার সংগঠনের আধিকারিক পরিচয় দিয়ে পেট্রোল পাম্পের মালিক সমীর সিকদারকে ফোন করেন। অভিযোগ, তাঁকে একটি ফাঁকা জায়গায় ডাকেন ইজরায়েল। পাম্প মালিক সেখানে গেলে ওই যুবক সিবিআই তদন্ত করে পাম্প চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। প্রাথমিক ভাবে পাম্প মালিক ভয় পেয়ে যান। তাঁর কাছে ওই যুবক এক লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ। পাম্প মালিক নিজের সঙ্গে থাকা চল্লিশ হাজার টাকা ওই যুবককে দিয়েও দেন।

অভিযোগ, এরপর থেকে বাকি টাকার জন্য লাগাতার হুমকি ফোন আসতে শুরু করে ওই পেট্রোল পাম্প মালিকের কাছে। কিন্তু যুবকের কথাবার্তায় সন্দেহ হতে থাকে পেট্রোল পাম্প মালিকের। তিনি শেষ পর্যন্ত জয়পুর থানার দ্বারস্থ হন। পুলিশ ইজরায়েল মিদ্যাকে গ্রেফতার করে। ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ধৃতের কাছ থেকে তিন লক্ষাধিক টাকার একটি বাইক পুলিশ বাজেয়াপ্ত করেছে। ইজরায়েল মিদ্যা আর কোথায় কোথায় এভাবে প্রতারণার ফাঁদ পেতেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও ইজরায়েল মিদ্যা সিবিআই এর নামে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন। পুলিশ পেট্রোল পাম্প মালিকের বয়ানও খতিয়ে দেখছে।

Next Article