Bankura Mid Day Meal: খিচুড়ির পাত্রে টিকটিকি! মিড ডে মিলের খাবার .খেতেই শিশুদের যা হওয়ার তাই হল…

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 30, 2023 | 2:03 PM

Bankura Mid Day Meal: আর পাঁচটা দিনের মতোই সোমবার সকালে বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁদরডিহা আইসিডিএস কেন্দ্রে খিচুড়ি রান্না করেছিলেন আইসিডিএস কর্মীরা । রান্নার পর সেই খাবার দেওয়া শুরু হয়

Bankura Mid Day Meal: খিচুড়ির পাত্রে টিকটিকি! মিড ডে মিলের খাবার .খেতেই শিশুদের যা হওয়ার তাই হল...
মিড ডে মিলে টিকটিকি
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: আইসিডিএস কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ ১২ জন শিশু।  খাবারে টিকটিকি পড়ে যাওয়াতেই বিষক্রিয়া বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।  ফের আইসিডিএস কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল শিশুরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁদরডিহা আইসিডিএস কেন্দ্রে । অসুস্থ ১২ শিশুকে  ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খাবারে টিকটিকি পড়ে যাওয়াতেই এই বিপত্তি বলে দাবি স্থানীয় অভিভাবকদের ।

আর পাঁচটা দিনের মতোই সোমবার সকালে বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁদরডিহা আইসিডিএস কেন্দ্রে খিচুড়ি রান্না করেছিলেন আইসিডিএস কর্মীরা । রান্নার পর সেই খাবার দেওয়া শুরু হয়। গ্রামের একাধিক শিশু ও প্রসূতি রান্না করা খাবার নিয়ে বাড়িতে যান। স্থানীয় বাসিন্দাদের দাবি, খিচুড়ি খাবার পর থেকেই এক-এক জন করে অসুস্থ হতে শুরু করে। কারোর পেটে ব্যথা শুরু হয়, কারোর পায়খানা-বমি।

পরে এক অভিভাবক শিশুর জন্য আইসিডিএস কেন্দ্রে খিচুড়ি আনতে গিয়ে দেখেন খিচুড়ির পাত্রের মধ্যে টিকটিকি মরে পড়ে রয়েছে। খবর গ্রামে ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা রেগে যান। শিশুদের দ্রুত ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । স্থানীয় অভিভাবকদের দাবি, আইসিডিএস কেন্দ্রের যেখানে রান্না করা হয় সেই জায়গাটি যথেষ্ট অপরিষ্কার । সেজন্যেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ওই আইসিডিএস-এর কর্মী। প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়েছে। চিকিৎসকরাও মনে করছেন, বিষক্রিয়ায় কিছু হয়ে থাকতে পারে। তবে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছে। আতঙ্কেও অনেকের শরীর খারাপ হচ্ছে। বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধুদেব মুর্মু বলেন, “এখন শিশুদের অবস্থা স্থিতিশীল। আমরা পর্যবেক্ষণে রেখেছি।”

Next Article