Bankura: দেড় হাজার লিটারের চোলাই উদ্ধার, বাজেয়াপ্ত কাঁচামালও

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 17, 2024 | 11:23 AM

Bankura: বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বিভিন্ন গ্রামে ক্রমশ জাঁকিয়ে বসছে চোলাইয়ের চোরাকারবারীরা। চোলাইয়ের এই রমরমা রুখতে পুলিশ ও প্রশাসন তেমন উদ্যোগ না নেওয়ায় এর আগে গ্রামে গ্রামে বাহিনী গড়ে পথে নামতে দেখা গিয়েছিল প্রমিলা বাহিনীকে।

Bankura: দেড় হাজার লিটারের চোলাই উদ্ধার, বাজেয়াপ্ত কাঁচামালও
চোলাই উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: বিষ্ণুপুরে চোলাইয়ের ঠেকে প্রমিলা বাহিনী ও পুলিশের যৌথ অভিযান।  নষ্ট করা হল চোলাইয়ের বিপুল পরিমাণ কাঁচামাল। বাজেয়াপ্ত দেড় হাজার লিটার চোলাই।
দিন কয়েক আগেই বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের দ্বাদশবাড়ি এলাকায় চোলাইয়ের কারবার রুখতে লাঠিসোঁটা হাতে পথে নেমেছিলেন এলাকার মহিলারা। এবার প্রমিলা বাহিনীকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী ধোলারডাঙা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ভেঙে দিল একাধিক চোলাইয়ের ঠেক। নষ্ট করে দেওয়া হল বিপুল পরিমাণ চোলাই তৈরির উপকরণ। বাজেয়াপ্ত করা হল ১৫০০ লিটার চোলাই মদ।

বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বিভিন্ন গ্রামে ক্রমশ জাঁকিয়ে বসছে চোলাইয়ের চোরাকারবারীরা। চোলাইয়ের এই রমরমা রুখতে পুলিশ ও প্রশাসন তেমন উদ্যোগ না নেওয়ায় এর আগে গ্রামে গ্রামে বাহিনী গড়ে পথে নামতে দেখা গিয়েছিল প্রমিলা বাহিনীকে। তবে দেরিতে হলেও এবার চোলাইয়ের কারবার রুখতে সক্রিয় হতে দেখা গেল বিষ্ণুপুর থানার পুলিশকে।

এবার এলাকার মহিলাদের সঙ্গে নিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ হানা দিল মড়ার গ্রাম পঞ্চায়েতের ধোলারডাঙা গ্রামে। নির্দিষ্ট খবরের সূত্র কাজে লাগিয়ে একের পর এক চোলাইয়ের কারবারির বাড়িতে হানা দিয়ে মজুত রাখা চোলাই তৈরির বিভিন্ন উপকরণ নষ্ট করে দেয় পুলিশ। বাড়িগুলি থেকে বাজেয়াপ্ত করা হয় দেড় হাজার লিটার চোলাই মদ। দেরিতে হলেও চোলাই রুখতে পুলিশ সক্রিয় হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।

Next Article