Bankura: পায়েই ছিল ‘টার্গেট’, মাঠে যেতেই ‘শেষ’ করে দিল গায়েত্রীকে

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 25, 2024 | 11:17 AM

Bankura: ফের বুধবার রাত্রিবেলা গ্রাম লাগোয়া জমিতে ছাগল চড়ানোর সময় বিষধর সাপের কামড় খান কোতুলপুর থানার সাগরমেঝে গ্রামের গায়ত্রীর। দ্রুত তাঁকে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

Bankura: পায়েই ছিল টার্গেট, মাঠে যেতেই শেষ করে দিল গায়েত্রীকে
মৃত্যু মহিলার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: ফের বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার রাত্রিবেলা বাঁকুড়ার কোতুলপুর থানার সাগরমেঝে গ্রামের ঘটনা। বিষধর সাপের কামড়ে মৃত্যু হয় গায়ত্রী রায় নামের এক মহিলার। গত এক সপ্তাহের মধ্যে পরপর বাঁকুড়ায় সাপের কামড়ে দু’জনের মৃত্যু হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাঁকুড়ায় এতদিন বর্ষার বৃষ্টি সেভাবে হয়নি। তবে গত সপ্তাহ থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হতেই বাড়ছে সাপের আতঙ্ক। গত শুক্রবার বাঁকুড়ার জয়পুর থানার ধাড়িসায়ের গ্রামে সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটেনি। ফের বুধবার রাত্রিবেলা গ্রাম লাগোয়া জমিতে ছাগল চড়ানোর সময় বিষধর সাপের কামড় খান কোতুলপুর থানার সাগরমেঝে গ্রামের গায়ত্রীর। দ্রুত তাঁকে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। সাপের কামড়ে একের পর এক মৃত্যুতে বাঁকুড়ার কোতুলপুর ও জয়পুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মৃতার ছেলে অনিল রায় বলেন, “এখন চাষের সময়। ধান রোপন করতে মাঠে গিয়েছিল। সেই সময় কোনও সাপ ওর পায়ে ছোবল মারে। আমরা হাসপাতালেও নিয়ে যাই ।স্যালাইন চলছিল। তবে বাঁচানো যায়নি।”

Next Article