Bankura: ‘রেশনের আটায় বালি, স্বাদ তেতো’, দলীয় কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে খাদ্য প্রতিমন্ত্রী

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 22, 2023 | 8:45 AM

Food Department: রেশনের মাধ্যমে সরবরাহ করা আটার মান অত্যন্ত খারাপ। আটার মধ্যে বালি, কাঁকড় যেমন থাকে তেমনই আটার স্বাদ তেতো হয়ে যাওয়ায় তা খাওয়ার অযোগ্য হয়ে পড়ে।

Bankura: রেশনের আটায় বালি, স্বাদ তেতো, দলীয় কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে খাদ্য প্রতিমন্ত্রী
নিম্নমানের রেশনের আটা দেওয়ার অভিযোগ (নিজস্ব চিত্র)

Follow Us

বাঁকুড়া: ‘দুয়ারে একদিন’ কর্মসূচিতে গিয়ে রেশনে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ শুনতে হল রাজ্যের খাদ্যপ্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডিকে। মঙ্গলবার বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লায়েকপাড়া গ্রামে দলীয় কর্মসূচি চলাকালীন স্থানীয় গ্রামবাসীরা মন্ত্রীর কাছে এই অভিযোগ তুলে ধরেন। অভিযোগ পেয়ে আটার নমুনা চেখে দেখার পাশাপাশি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন মন্ত্রী। বিজেপি এক্ষেত্রেও কাটমানির অভিযোগ সামনে এনেছে।

রেশনের মাধ্যমে সরবরাহ করা আটার মান অত্যন্ত খারাপ। আটার মধ্যে বালি, কাঁকড় যেমন থাকে তেমনই আটার স্বাদ তেতো হয়ে যাওয়ায় তা খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। ফলে রেশন থেকে পাওয়া আটা বাড়িতে ব্যবহার না করে এলাকার মানুষকে ফেলে দিতে হয়। মাঝেমধ্যেই রেশনের মাধ্যমে এমন নিম্নমানের আটা সরবরাহের অভিযোগে বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লায়েকপাড়া এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল।

এরপর ওই এলাকায় তৃণমূলের অঞ্চলে একদিন কর্মসূচিতে যান রানিবাঁধের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি। মন্ত্রীকে কাছে পেয়ে ঘটনার কথা জানান এলাকার রেশন গ্রাহকরা। এমনকী রেশনে সরবরাহ করা আটার প্যাকেটের নমুনাও দেখান এলাকাবাসী। মন্ত্রী নিজে সেই প্যাকেট থেকে আটা নিয়ে পরীক্ষা করেন। পরে ওই প্যাকেটটি নমুনা হিসাবে রেখে দেন। এলাকাবাসীর এই অভিযোগের সত্যতা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় রেশন ডিলার। তাঁর দাবি বিষয়টি জেলা খাদ্য দফতরে জানানো হয়েছে। এলাকার মানুষের ক্ষোভের কথা জানতে পেরে মন্ত্রীর আশ্বাস দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ করা হবে।

যদিও এই বিষয়টিকে নিয়ে তৈরি হয়েছে তর্কাতর্কি। বিজেপির কটাক্ষ মন্ত্রী জানেন কাটমানি কোথায় খাওয়া হয়। কেনই বা রেশনে এমন নিম্ন মানের আটা সরবরাহ করা হয়। তাই এব্যাপারে মন্ত্রী ভাল বলতে পারবেন।

Next Article