Bankura: হাসপাতালের ভিতর কিছু একটা খুঁজে পেয়েছেন ওঁরা, ‘চুপি-চুপি’ তালা মেরে দিল স্বাস্থ্য দফতর

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 05, 2024 | 3:03 PM

Bankura: স্বাস্থ্য দফতরের দাবি, তদন্তকারী আধিকারিকরা প্রয়োজনীয় নথি খুঁজে না পাওয়াতেই ওই রেকর্ড রুম সিল করার নির্দেশ দিয়েছিল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এই ঘটনায় সরাসরি শাসক যোগের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি

Bankura: হাসপাতালের ভিতর কিছু একটা খুঁজে পেয়েছেন ওঁরা, চুপি-চুপি তালা মেরে দিল স্বাস্থ্য দফতর
কেন তালা দিল?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: সুপার স্পেশালিটি হাসপাতালের হিসাবে বড়সড় গরমিল। তদন্তে নেমে হাসপাতালের রেকর্ড রুম সিল করল রাজ্যের স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল। খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য নথিপত্র। বিষয়টি নিয়ে বিশদ জানাতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি এড়ানোর চেষ্টা করছে স্বাস্থ্য দফতরও।

বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ বারেবারেই তুলেছে বিরোধী দলগুলি। এবার তারই প্রমাণ পেল রাজ্যের স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল। সূত্রের খবর, ওই হাসপাতালের ওষুধ সরবরাহ করার ক্ষেত্রে একটি গরমিলের ঘটনায় সম্প্রতি তদন্তে নামে স্বাস্থ্য দফতর। গতকাল স্বাস্থ্য দফতরের একটি তদন্তকারী দল হাসপাতালে গিয়ে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে। সূত্রের খবর সেই নথি খতিয়ে দেখতে গিয়ে হিসাবে গরমিল মেলে। আর তারপরই ওই তদন্তকারী দলের নির্দেশে হাসপাতালের একটি রেকর্ড রুম সিল করে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর। কিন্তু কোন ক্ষেত্রে এবং কত টাকার এই গরমিল সে সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতরের দাবি, তদন্তকারী আধিকারিকরা প্রয়োজনীয় নথি খুঁজে না পাওয়াতেই ওই রেকর্ড রুম সিল করার নির্দেশ দিয়েছিল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এই ঘটনায় সরাসরি শাসক যোগের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। ক্যমেরার সামনে মুখ না খুললেও শাসক দলের স্থানীয় বিধায়ক তথা ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির দীর্ঘদিনের পদাধিকারী অলোক মুখোপাধ্যায় এই ঘটনাকে নিছকই স্বাস্থ্য দফতরের নিজস্ব বিষয় বলে এড়িয়ে গিয়েছেন।

Next Article