Bankura: ‘বিজেপি নেতাদের কড়াইয়ে সেদ্ধ করব’, বিতর্কে তৃণমূল নেতা

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 04, 2024 | 4:22 PM

Bankura: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বেলাগাম মন্তব্য শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের মুখে। এবার তৃণমূলের যুব সভাপতির মুখে শোনা গেল বেলাগাম মন্তব্য। বুধবার বাঁকুড়া এক নম্বর ব্লকের কেঞ্জাকুড়ায় দলীয় একটি কর্মসূচিতে যোগ  দেন যুব তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি রাজীব দে

Bankura: বিজেপি নেতাদের কড়াইয়ে সেদ্ধ করব, বিতর্কে তৃণমূল নেতা
বিতর্কে তৃণমূল নেতা
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: সভামঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থীকে ধান সেদ্ধ করার কড়াইয়ে সেদ্ধ করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার যুব সভাপতি রাজীব দে। কেঞ্জাকুড়ায় দলের এক কর্মসূচিতে যোগ দিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন রাজীব দে।

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বেলাগাম মন্তব্য শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের মুখে। এবার তৃণমূলের যুব সভাপতির মুখে শোনা গেল বেলাগাম মন্তব্য। বুধবার বাঁকুড়া এক নম্বর ব্লকের কেঞ্জাকুড়ায় দলীয় একটি কর্মসূচিতে যোগ  দেন যুব তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি রাজীব দে। তিনি বলেন, ” ২০১৪ সাল থেকে বিজেপির নেতৃত্বে কেন্দ্র যেভাবে আমাদের ধানসেদ্ধ কড়াইয়ে সেদ্ধ করছে, তাতে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হবেন তাঁকে আমরা ধান সেদ্ধ কড়াইয়ে সেদ্ধ করে সর্বনাশ করে দেব।”

তৃনমূল যুব নেতার এই মন্তব্য সামনে আসতেই তৈরি হয়েছে বিতর্ক। পরে তিনি নিজের পক্ষে বলেন, “একশো দিনের কাজ থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি সব বিষয়েই যেভাবে কেন্দ্র সরকার এ রাজ্যের মানুষকে সেদ্ধ করে চলেছে, তাতে আগামীদিনে মানুষই তাঁদের রাজনৈতিক ভাবে সেদ্ধ করে দেবে। সেকথাই তিনি ওই কর্মসূচিতে বলেছেন।”

তৃণমূল যুব সভাপতির এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। বিজেপির দাবি, “সময় যত যাচ্ছে ততই নিজেদের পায়ের তলার মাটি হারাচ্ছে তৃণমূল। আর সেই রাজনৈতিক জমি হারিয়েই এখন তৃণমূল নেতারা আবোল তাবোল বকছেন। তৃণমূল নেতার উত্তেজক এই মন্তব্যের পর ওই এলাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় থাকবে ওই নেতার।”

Next Article