বাঁকুড়া: পঞ্চায়েত নির্বাচনের আগে ঘাসফুল শিবিরে দলীয় কোন্দল ক্রমশ চওড়া হচ্ছে। বাঁকুড়ার (Bankura TMC) সিমলাপাল, ইন্দপুর ও ওন্দার পর এবার কোন্দল প্রকাশ্যে এল কোতুলপুরে। জেলা পরিষদের তৃণমূল সদস্যা শম্পা পণ্ডিত প্রকাশ্যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সঙ্গিতা মালিকের বিরুদ্ধে উগরে দিলেন ব্যাপক ক্ষোভ। অনৈতিক, নোংরা দুর্নীতির সঙ্গে যুক্ত সঙ্গীতা মালিক, এমন দাবি করে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য শম্পা পণ্ডিত। অভিযোগ উঠলেও মহিলা নেত্রী সঙ্গীতা মালিকের পাশেই রয়েছে জেলা তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের ঢাক বাজা শুরু হয়ে গেছে কটাক্ষ করেছে বিজেপি। দলের গোষ্ঠীদ্বন্দ্ব যেন কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূলকে। বাঁকুড়ার সিমলাপাল, ইন্দপুর, ওন্দার পর এবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব কোতুলপুরে।
কোতুলপুর এলাকার জেলাপরিষদের তৃণমূল সদস্য শম্পা পণ্ডিত সোশ্যাল মাধ্যমে বেশ কয়েকদিন ধরে ক্ষোভ প্রকাশ করছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিকের বিরুদ্ধে। যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এবার প্রকাশ্যে গর্জে উঠে সঙ্গীতা মালিকের বিরুদ্ধে বিভিন্ন দল বিরোধী কার্যকলাপের অভিযোগ সামনে আনলেন শম্পা পণ্ডিত। তাঁর অভিযোগ অনৈতিক, দুর্নীতি ও নোংরা রাজনীতি করে কোতুলপুরে তৃণমূলকে শেষ করে দেওয়ার কাজ শুরু করেছেন তৃণমূল মহিলা জেলা সভানেত্রী সঙ্গীতা মালিক।
এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন অভিযুক্ত মহিলা তৃণমূল সভানেত্রী সঙ্গীতা মালিক। সঙ্গীতা মালিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও তাঁর পক্ষেই দাঁড়িয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল। তৃণমূল সভাপতির অলোক মুখোপাধ্যায়ের দাবি, ভাল কাজ করছেন সঙ্গীতা। অভিযোগ থাকলে শম্পা পণ্ডিতের উচিত ছিল তা দলকে জানানো ।
পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের কোন্দলের ঢাক বাজা শুরু হয়েছে। এর মূল কারণ একজন লুঠেপুটে খাচ্ছে। অন্যজন তার ভাগ পাচ্ছে না। তাই এই দ্বন্দ্ব। প্রতিক্রিয়া বিজেপির। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বক্তব্য, “দলের বিরুদ্ধে ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা ওদের। একজন সব খেয়ে যাচ্ছে, বাকিরা কিছু পাচ্ছে না। তাই ঝামেলা।”