Bankura: পুকুর পাড়ে অচৈতন্য অবস্থায় বধূ উদ্ধার, শরীরে একাধিক ক্ষত

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 03, 2024 | 12:26 PM

Bankura: বাঁকুড়ার রাইপুর থানা এলাকার আদিবাসী এক গৃহবধূ হঠাৎই নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরে খোঁজ চালিয়েও তাঁর সন্ধান মেলেনি। সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা গ্রাম লাগোয়া একটি পুকুরের পাড়ে ওই বধূকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন।

Bankura: পুকুর পাড়ে অচৈতন্য অবস্থায় বধূ উদ্ধার, শরীরে একাধিক ক্ষত
বাঁকুড়ায় অচৈতন্য বধূ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া:   পুকুরপাড় থেকে অচৈতন্য অবস্থায় আদিবাসী বধূকে উদ্ধার।  শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার রাইপুরে।  স্বামীর অভিযোগের ভিত্তিতে আপাতত এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বধূর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত থাকায় প্রথমে বধূকে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে বাবলু দুলে নামের এক যুবককে। আজ ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই বধূকে মারধর করে ফেলে রাখা হয়েছিল ওই পুকুরের পাড়ে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বাঁকুড়ার রাইপুর থানা এলাকার আদিবাসী এক গৃহবধূ হঠাৎই নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরে খোঁজ চালিয়েও তাঁর সন্ধান মেলেনি। সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা গ্রাম লাগোয়া একটি পুকুরের পাড়ে ওই বধূকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। রাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বধূকে উদ্ধার করে প্রথমে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই বধূর শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিকালে নির্যাতিতার স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে রাইপুর থানার পুলিশ পার্শ্ববর্তী কারগিল গ্রামের বাসিন্দা বাবলু দুলেকে গ্রেফতার করে। তাঁকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হচ্ছে । ধৃত বাবলু দুলের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানউতোর। তৃনমূলের দাবি, ধৃত বিজেপির সক্রিয় কর্মী। অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি ওই যুবক শাসক ঘনিষ্ঠ। বামেরা এই ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পুলিশের দাবি ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ওই বধূকে মারধর করার কারণ জানার চেষ্টা চলছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article