Bankura: ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক

Hirak Mukherjee | Edited By: সায়নী জোয়ারদার

Aug 26, 2024 | 5:30 PM

Bankura: রবিবার বিকালে স্কুলের একটি অনুষ্ঠান সেরে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল নাবালিকা এক স্কুল ছাত্রী। বাড়ি ফেরার পথে আচমকাই একটি বাইকে এসে ২ নম্বর রাজ্য সড়কের নামছাড়া গ্রামের কাছে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে।

Bankura: ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক
বাঁকুড়ায় গ্রেফতার
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: স্কুল ফেরত এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবকককে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশ জয়পুর থানার চাতরা এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে স্কুলের একটি অনুষ্ঠান সেরে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল নাবালিকা এক স্কুল ছাত্রী। বাড়ি ফেরার পথে আচমকাই একটি বাইকে এসে ২ নম্বর রাজ্য সড়কের নামছাড়া গ্রামের কাছে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে। এইসময় ছাত্রী চিৎকার করলে দুষ্কৃতী বাইক নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পরই জয়পুর থানায় অজ্ঞাতপরিচিত এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ তদন্তে নেমে মাত্র ৮ ঘণ্টার মধ্যে ঘটনায় যুক্ত সন্দেহে চাতরা এলাকা থেকে গ্রেফতার করে।  ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article