Bankura: রেলের আন্ডারপাস তৈরি নিয়ে জটিলতা, উচ্ছেদে ‘না’ ঝুপড়িবাসীদের

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 27, 2024 | 12:04 PM

Bankura: বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল এলাকায় দক্ষিণপূর্ব রেলের বিডিআর রেলপথকে আড়াআড়ি ভাবে ছেদ করেছে ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন অহল্যাবাঈ সড়ক। এতদিন ভাদুলের কাছে অসংরক্ষিত লেভেল ক্রসিং দিয়েই চলত এই সড়কে যাতায়াত।

Bankura: রেলের আন্ডারপাস তৈরি নিয়ে জটিলতা, উচ্ছেদে না ঝুপড়িবাসীদের
ট্রেনের আন্ডারপাস নিয়ে গন্ডগোল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: রেলের আন্ডার পাস তৈরি নিয়ে জটিলটা তৈরি হল বাঁকুড়ায়। বাঁকুড়ার ভাদুল রেলগেটের কাছে এই আন্ডারপাস তৈরির জন্য ইতিমধ্যেই স্থানীয় ঝুপড়ি বাসিন্দাদের উচ্ছেদের নোটিস দিয়েছে রেল। এই উচ্ছেদ নিয়ে যেমন জটিলতা তৈরি হয়েছে তেমনই আন্ডারপাস তৈরির পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলে জোরদার আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার রেলের বরাত পাওয়া ঠিকা সংস্থা এলাকায় আন্ডারপাস তৈরির কাজ করতে গেলে ঠিকা সংস্থার কর্মীদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা।

বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল এলাকায় দক্ষিণপূর্ব রেলের বিডিআর রেলপথকে আড়াআড়ি ভাবে ছেদ করেছে ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন অহল্যাবাঈ সড়ক। এতদিন ভাদুলের কাছে অসংরক্ষিত লেভেল ক্রসিং দিয়েই চলত এই সড়কে যাতায়াত। কিন্তু সম্প্রতি সেটি তুলে দিয়ে সেখানে আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নেয় দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। আর তাতেই যত ঝামেলা।

এলাকাবাসীর দাবি, অহল্যাবাঈ রাস্তার লেভেল ক্রসিং থেকে প্রায় ৫০ মিটার দূর দিয়ে ঘুরিয়ে তৈরি করা হচ্ছে আন্ডারপাস। আর তার জন্যই স্থানীয় একটি ঝুপড়িকে উচ্ছেদের নোটিস দিয়েছে রেল কর্তৃপক্ষ। বর্ষার মুখে এভাবে উচ্ছেদের প্রতিবাদে নেমেছেন ওই ঝুপড়ির মানুষজন। গত ৪০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করা ওই ঝুপড়িবাসী বর্ষার মুখে কোনও ভাবেই তাঁদের বাড়ি ভাঙতে দেবেন না বলে ইতিমধ্যেই জানিয়েছেন।

অন্যদিকে রেলের অপর পাড়ে থাকা প্রায় ৩০ থেকে ৩৫ টি গ্রামের মানুষও আন্ডারপাস তৈরির পরিকল্পনা বদলের দাবিতে শুরু করেছেন আন্দোলন। তাঁদের আবার দাবি, রেল যেভাবে ঘুরপথে আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে তাতে আগামী দিনে ৩০-৩৫ টি গ্রামে পৌঁছাতে পারবে না দমকল সহ অন্যান্য বড় গাড়ি। আর তার ফলে গ্রামগুলিতে বঞ্চিত হবে বিভিন্ন জরুরি পরিসেবা থেকে।

আন্দোলনকারীদের দাবি, যে জায়গায় লেভেল ক্রসিং রয়েছে সেখানেই আন্ডারপাস তৈরি করা হলে একদিকে যেমন বস্তি উচ্ছেদের প্রয়োজন হবে না তেমনই রেল পাড়ের গ্রামগুলিও দমকল ও অন্যান্য জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হবে না। রেল কর্তৃপক্ষ দ্রুত পরিকল্পনা বদল না করলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিষয়টি নিয়ে বক্তব্য দিতে চায়নি বরাত পাওয়া ঠিকা সংস্থার কর্মীরা। তাঁদের দাবি পরিকল্পনা বদলের বিষয়টি রেলের এক্তিয়ারভূক্ত তাই তাঁদের কিছু করণীয় নেই।

 

Next Article