Bankura: থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চুরি, ধনতেরসের আগে মাথায় হাত ব্যবসায়ীদের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 22, 2022 | 12:08 PM

Bankura: দীপাবলি উপলক্ষ্যে আনন্দে মাতোয়ারা সকলে। তবে তার মধ্যেই অনর্থ ঘটল বাঁকুড়ায়।

Bankura: থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চুরি, ধনতেরসের আগে মাথায় হাত ব্যবসায়ীদের
গহনার দোকানে চুরি (নিজস্ব চিত্র)

Follow Us

বাঁকুড়া: চলেছে আলোর উৎসব। দীপাবলি উপলক্ষ্যে আনন্দে মাতোয়ারা সকলে। তবে তার মধ্যেই অনর্থ ঘটল বাঁকুড়ায়। এর মধ্যে গহনার দোকানের চুরি। পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী।

বাঁকুড়ার ঘটনা। থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে সোনার দোকানের সামনের অংশ ত্রিপল দিয়ে আড়াল করে ওই গহনার দোকানের সাটার ভেঙে লুটপাট চালাল দুষ্কৃতীরা। পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষোভ এলাকাবাসীর। ঘটনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার।

তবে থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে জাতীয় সড়কের পাশে এমন চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন উঠতে শুরু করেছে । শনিবার সকালে গঙ্গাজলঘাটি বাজারে একটি সোনা-রুপোর দোকানের সার্টার ভাঙা এবং ভিতরের জিনিসপত্র তছনছ দেখে চুরি হয়েছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, দুষ্কৃতীরা দোকানের পিছনের অংশ ভেঙে ঢোকার চেষ্টা করে। পরে ওই দোকানের সামনের লোকজন যাতে দেখতে না পায় তাই ত্রিপল দিয়ে ঘিরে দোকানের সার্টার ভেঙে ভিতরে ঢুকে দোকানে থাকা জিনিস পত্র চুরি করে চম্পট দেয় চোরের দল। এখনও পর্যন্ত কী কী চুরি গিয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে দোকানে থাকা সমস্ত গহনা চুরি গেছে বলে দাবি করেছেন দোকানদার। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দোকানের সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে চারজন দুষ্কৃতী এই তাণ্ডব চালিয়েছে। প্রশ্ন উঠছে থানা সংলগ্ন এলাকায় কীভাবে চুরির ঘটনা ঘটল। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় দোকানদাররা।

Next Article