বাঁকুড়া: নিজের মেয়ে মৈত্রী দানার চাকরির প্রসঙ্গ তুলে এবার পরোক্ষে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতাদের উলঙ্গ করে রাস্তায় দাঁড় করানোর হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা (BJP MLA Niladri Shekhar Dana)। এদিন বাঁকুড়া(Bankura) এক নম্বর ব্লকের বিডিও অফিসে বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে বিজেপির ডেপুটেশন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক। পাশাপাশি তিনি বিভিন্ন সরকারি প্রকল্পে স্বজনপোষণ ও দুর্নীতির ইস্যুতে স্থানীয় তৃনমূল নেতাদের জেলের ঘানি টানানোরও হুঁশিয়ারিও দেন। যা নিয়েই জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার তরজা।
কল্যাণী এইমসের এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগটি প্রথম প্রকাশ্যে আসে গত ৬ মে। অভিযোগ, যাঁরা প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন সেই তালিকায় রয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে, নদিয়ার চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ। একইসঙ্গে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও সাংসদ জগন্নাথ সরকারও প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে রাজনৈতিক মহলে বেড়েছে বিস্তর চাপানউতর।
যদিও এদিন বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা বলেন, “এ রাজ্যে সৎ ভাবে চাকরি নেই। একটি বেসরকারি সংস্থায় আবেদন জানিয়ে নো ওয়ার্ক নো পে-র ভিত্তিতে কাজ পাওয়াকে নিয়ে সংবাদমাধ্যমে আপনারা বাহাদুরি দেখাচ্ছেন। অথচ বাঁকুড়া মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মতো দফতরগুলিতে আপনারা হাজারে হাজারে লোক ঢুকিয়ে রেখেছেন। তার তালিকা যেদিন তুলে নিয়ে আসব সেদিন আপনাদের রাস্তায় উলঙ্গ করে দাঁড় করাব”। যদিও এ নিয়ে বিতর্ক হতেই পরবর্তীতে নিজের বক্তব্য থেকে সরে এসে সংবাদমাধ্যমে তিনি বলেন, “যে গনতন্ত্রকে উলঙ্গ করে রাস্তায় নামানো হচ্ছে তার শেষ দেখে আমি ছাড়ব। এ কথাই আমি আমার বক্তব্যে বলতে চেয়েছি। আর জেলের ঘানি টানার বক্তব্য আমাদের নয়। তৃণমূল আমাদের জেলের ঘানি টানানোর যে হুমকি আমাদের দেয়, সে কথাই আমি আমার বক্তব্যে তুলে ধরেছি।”
যদিও এ প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে কলকাতাক মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমাদের বিবস্ত্র করবে বলেছে। কল্যাণী এইমস কাণ্ড তে যখন নাম জড়িয়েছে, তখন তো আইন মাফিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতেই হবে। যদি দোষী হয় তাহলে শাস্তি পেতেই হবে।” এ প্রসঙ্গে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, “এটা ভাষা সংস্কৃতির প্রশ্ন। এই ধরনের মন্তব্য একজন বিধায়ক কেন, কারও করা উচিত নয়। একজন সিবিআই দেখাচ্ছে তো আরেকজন সিআইডি দেখাচ্ছে। তবে তদন্ত চললে তার মুখোমুখি হওয়া উচিত। প্রকৃত অপরাধীদের ধরার জন্য তো সহযোগিতা করা উচিত। তদন্ত এড়িয়ে যাওয়া ঠিক নয়।”