Bankura: হাতপাখা-হ্যারিকেন নিয়ে মাঝ রাস্তায় বিধায়ক, লোডশেডিংয়ে নাজেহাল দশা

Hirak Mukherjee | Edited By: সায়নী জোয়ারদার

Sep 04, 2023 | 12:05 AM

Bankura: গত কয়েকদিন ধরে নিয়মিত লোডশেডিংয়ের সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, আলিপুরদুয়ার থেকে বাঁকুড়া দিন হোক কিংবা রাত, যখন তখন বিদ্যুতের লুকোচুরি।

Bankura: হাতপাখা-হ্যারিকেন নিয়ে মাঝ রাস্তায় বিধায়ক, লোডশেডিংয়ে নাজেহাল দশা
নীলাদ্রিশেখর দানা পাখা হাতে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: জেলায় জেলায় লোডশেডিংয়ের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। ভ্যাপসা গরম, তার উপর থেকে থেকেই চলে যাচ্ছে কারেন্ট। দিন কী রাত, বিশ্রাম, ঘুমের দফারফা। পরিস্থিতি না বদলালে ধরনায় বসার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার অবধি সময় দিয়েছেন তিনি। তবে তার আগেই হ্যারিকেন, হাতপাখা নিয়ে পথে বসলেন বিজেপির আরেক বিধায়ক। রবিবার অভিনব প্রতিবাদে শামিল হন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। সঙ্গে ছিলেন এলাকার লোকজনও।

গত কয়েকদিন ধরে নিয়মিত লোডশেডিংয়ের সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, আলিপুরদুয়ার থেকে বাঁকুড়া দিন হোক কিংবা রাত, যখন তখন বিদ্যুতের লুকোচুরি। ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। তা নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গেও।

বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা রবিবার তাঁর এলাকায় পথে বসেন। বাঁকুড়া-১ কানকাটা এলাকায় হ্যারিকেন ও হাতপাখা নিয়ে রাস্তার উপর মাদুর পেতে বসেন বিধায়ক। গলায় গামছা। নীলাদ্রিশেখর দানার কথায়, “পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সিপিএমের আমলে তৃণমূল বলত লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার। অথচ এখন সরকার কীভাবে লোডশেডিং করাচ্ছে। বাঁকুড়া জেলাজুড়ে এই অবস্থা।” অবিলম্বে এই লোডশেডিং বন্ধ না হলে প্রতিটি পাওয়ার হাউজে বিক্ষোভ দেখাবেন বলেও সরব হন তিনি। বলেন, বিধানসভাতেও এ নিয়ে সরব হবেন তাঁরা।

Next Article