বাঁকুড়া: জঙ্গল থেকে এক বধূর দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার চাঁচর জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল দুপুরে ওই গৃহবধূ জঙ্গল থেকে কাঠ আনতে গিয়েছিলেন। তারপর থেকে আর তাঁর খোঁজ মেলেনি। এরপর স্থানীয় লোকজন ওই মহিলার খোঁজে বন দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে জঙ্গলে তল্লাশি চালান। কিন্তু হতাশ হয়েই ফিরতে হয় তাঁদের।
রবিবার সকালে ফের তল্লাশি চালান স্থানীয় গ্রামবাসীরা। তখনই গভীর জঙ্গলে বধূর অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখেন কিছু লোকজন। খবর চাউর হতেই শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। দেহ উদ্ধারের পর তা পাঠানো হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই হচ্ছে ময়নাতদন্ত। কিন্তু, কীভাবে ওই মহিলার মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
স্থানীয়দের অনুমান কেউ বা কারা ওই মহিলাকে খুন করে ফেলে রেখে গিয়েছিল। অন্যদিকে দেহ উদ্ধারের সময় মহিলার অবস্থা দেখে ধর্ষণের তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। যদিও তদন্তকারীরা বলছেন ময়নাতদন্তের রিপোর্ট হলে কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে, কোন সময় হয়ে থাকতে পারে তা অনেকটাই জানা সম্ভব হবে। এদিকে আরজি কর কাণ্ডে প্রতিবাদে যখন জ্বলছে গোটা রাজ্য সেই আবহে এই ঘটনা নিয়ে ফের নতুন করে শোরগোল শুরু হয়েছে নাগরিক মহলে।