বাঁকুড়া: বকেয়া ডিএ-র দাবিতে সংগ্রামী গণমঞ্চের ডাকা কর্মবিরতিতে যোগ দিতে পারেন স্কুলের শিক্ষিকারা। গণছুটিও নিতে পারেন স্কুলে আসা শিক্ষিকারা। অভিযোগ এই আশঙ্কায় আগে স্কুলের ক্লাস, তারপর হাজিরা খাতায় স্বাক্ষরের নির্দেশ জারি করেছেন প্রধান শিক্ষিকার। এ দিকে, প্রধান শিক্ষিকার সেই নির্দেশ জানার পরই ক্ষোভে ফেটে পড়লেন শিক্ষিকারা। স্কুলের বাইরে বেরিয়ে যান অধিকাংশ শিক্ষিকা। বাঁকুড়া গার্লস হাইস্কুলের ঘটনা।
সংগ্রামী গণমঞ্চের তরফে আজ রাজ্যজুড়ে সরকারি কর্মীদের কর্মবিরতির ডাক দেওয়া হয়। সেই কর্মবিরতিকে ঘিরেই সমস্যা দেখা দিল বাঁকুড়া গার্লস হাইস্কুলে। জানা গিয়েছে, এ দিন স্কুলে যথাসময়ে হাজির হন শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। স্কুল শুরু হওয়ার প্রায় সঙ্গে-সঙ্গেই শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের একটা বড় অংশ স্কুল থেকে বেরিয়ে আসেন।
অভিযোগ, প্রধান শিক্ষিকা নির্দেশ দিয়েছেন আগে ক্লাশ করতে হবে। পরে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেওয়া হবে। স্কুল থেকে বেরিয়ে আসা শিক্ষিকাদের দাবি গণছুটি নেওয়ার আশঙ্কাতেই এই নির্দেশ দিয়েছিলেন প্রধান শিক্ষিকা। প্রধান শিক্ষিকার এই নির্দেশের প্রতিবাদে এদিন স্কুল থেকে বেরিয়ে শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা হাজির হন বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শকের দফতরে।
স্কুলের শিক্ষিকারা এ বিষয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকার কোনও বক্তব্য মেলেনি । স্কুলের পরিচালন সমিতির সভাপতি রিঙ্কু বন্দ্যোপাধ্যায় টেলিফোনে বলেন, “বিষয়টি নিয়ে পরিচালন সমিতি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক বলেন নিয়ম অনুযায়ী স্কুলে পৌঁছানোর পরই শিক্ষিকারা হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এক্ষেত্রে কেন তা করতে দেওয়া হয়নি বলা সম্ভব নয়। তবে স্কুল থেকে বেরিয়ে শিক্ষিকাদের পরিচালন সমিতির সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।” তাঁর দাবি এতেই সমস্যা মিটে যাবে।