বাঁকুড়া: বালি বোঝাই বেপরোয়া ডাম্পারের ধাক্কায় ফের মৃত্যু হল এক সাইকেল আরোহীর। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরের সিনেমাতলার কাছে আনন্দপল্লী এলাকায় বিষ্ণুপুর থেকে আরামবাগ যাওয়ার রাস্তায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম লালমোহন সাঁতরা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মূহুর্তের ছবি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাঁতি এলাকার বাসিন্দা লালমোহন সাঁতরা সাইকেল নিয়ে ব্যক্তিগত কাজে কোতুলপুরে এসেছিলেন। সেখান থেকে সাইকেলে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আচমকাই একটি ডাম্পার বেপরোয়া গতিতে এসে তাঁকে মুখোমুখি ধাক্কা মারলে মুহূর্তেই ছিটকে পড়েন ওই সাইকেল আরোহী। দুর্ঘটনার মূহুর্তের ছবি ধরা পড়েছে স্থানীয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিসি ক্যমেরায়।
ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এক সাইকেল আরোহী আচমকাই প্রচণ্ড গতিতে থাকা ডাম্পারের সামনে চলে আসেন। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি সাইকেলে সজোরে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন ওই সাইকেল আরোহী। দুর্ঘটনার পরই দ্রুত স্থানীয়রা আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। কোতুলপুর থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।