বাঁকুড়া: ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার লোকপুরে। বন্ধু ঘর থেকে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মঙ্গলবার। মৃতের নাম শিবনাথ ভকত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে ওই মৃত্যু তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যা করেছে পড়ুয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার লোকপুর ভকতপাড়া এলাকার বাসিন্দা বছর কুড়ির শিবনাথ ও তাঁর পরিবার। মা ছাড়াও এক বোনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে থাকতেন তিনি। বাবা তরুণকান্তি ভকত কর্মসূত্রে থাকতেন দুর্গাপুরে। ছুটি পেলে তিনি আসতেন বাঁকুড়ার বাড়িতে। মঙ্গলবার তাঁর মা এবং বোন বাড়িতে ছিলেন না। একাই ছিলেন ওই পড়ুয়া।
কিন্তু গতকাল থেকে সারা শব্দ না পেয়ে আজ প্রতিবেশীরা বাড়িতে খোঁজ করতে যান। সেখানে তারা গিয়ে দেখেন বাড়ির একটি ঘরে সিলিং থেকে ঝুলছে শিবনাথের মৃতদেহ। সঙ্গে-সঙ্গে তাঁরা খবর দেন নিকটবর্তী বাঁকুড়া সদর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে আত্মহত্যার তত্ত্ব অনুমান করা হলেও, কী কারণ রয়েছে তার পেছনে তা জানতে চেষ্টা করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের।
এ দিকে, বিষয়টি নিয়ে প্রতিবেশী শম্ভু ভকত বলেন, ‘খুব একটা বাড়ি থেকে বের হত না শিবনাথ। খুব একটা মেলামেশাও ছিল না পাড়ার লোকের সঙ্গে। তবে খুব ভাল ছেলে সারাদিন পড়াশোনা নিয়েই থাকত। শুনেছি গতকাল একাই ছিল বাড়িতে। তবে এই ধরনের ঘটনা কীভাবে ঘটলো তা নিয়ে আমরা কিছু বলতে পারব না।’