Bankura News: ভয়াবহ দৃশ্য! শহরের নোংরা নর্দমায় মুখ থুবড়ে পড়ে ভ্রুণ

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 01, 2024 | 12:55 PM

Bankura News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কুচকুচিয়া এলাকায় একটি নর্দমায় এলাকাবাসী দেখতে পান একটি ভ্রুণ মুখ গুঁজে পড়ে রয়েছে। যা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয় তাঁদের। স্থানীয় বাসিন্দাদের ধারণা এই ভ্রুণটি কমপক্ষে ৬ থেকে ৭ মাসের। গর্ভপাত করে ওই ভ্রুণটি কেউ বা কারা নর্দমার মধ্যে ফেলে গিয়েছে।

Bankura News: ভয়াবহ দৃশ্য! শহরের নোংরা নর্দমায় মুখ থুবড়ে পড়ে ভ্রুণ
এই ড্রেনেই পড়ে ছিল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: নর্দমার ভিতরে পড়ে রয়েছে মৃত ভ্রুণ। সাত সকালে যা দেখে জোর চাঞ্চল্য ছড়াল। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা জানতে পারা যায়নি। ঘটনাস্থল বাঁকুড়ার সাত নম্বর ওয়ার্ডের কুচকুচিয়া এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। কে বা কারা ওই ভ্রুণ তার তদন্ত শুরু করেছে। শুধু তাই নয়, পুলিশ ভ্রুণটি উদ্ধারও করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কুচকুচিয়া এলাকায় একটি নর্দমায় এলাকাবাসী দেখতে পান একটি ভ্রুণ মুখ গুঁজে পড়ে রয়েছে। যা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয় তাঁদের। স্থানীয় বাসিন্দাদের ধারণা এই ভ্রুণটি কমপক্ষে ৬ থেকে ৭ মাসের। গর্ভপাত করে ওই ভ্রুণটি কেউ বা কারা নর্দমার মধ্যে ফেলে গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে গিয়ে ভ্রুণটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়।

বিবেক দত্ত নামে এক এলাকাবাসী বলেন, “সকালে উঠে খবর পেলাম একটা বাচ্চা পড়ে রয়েছে। বাইরে থেকে কেউ ফেলে গিয়েছে। নয়ত কোথা থেকে আসবে। তবে যে বা যারা এই কাজ করছে তাদের উপযুক্ত শাস্তি চাইছি।” আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, “সকালবেলা অনেক চিৎকার হচ্ছিল। আমরা বুঝতে পারিনি কী হয়েছে। তারপর যখন জানতে পারলাম একটা বাচ্চা নর্দমায় পড়ে রয়েছে।”

Next Article