Food poisoning: দুপুরে রান্না করা ভাত খেয়েছিল সন্ধ্যায়, মৃত্যু কিশোরের, অসুস্থ পরিবারের বাকি ৩

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 26, 2023 | 1:34 PM

Food poisoning: মঙ্গলবার দুপুরে ভাত রান্না করেছিলেন বাদল সোরেনের স্ত্রী চম্পা। সেই ভাত সন্ধ্যায় দুই ছেলে বিধান ও বীরেন্দ্রকে খেতে দিয়েছিলেন। নিজেরাও খেয়েছিলেন।

Food poisoning: দুপুরে রান্না করা ভাত খেয়েছিল সন্ধ্যায়, মৃত্যু কিশোরের, অসুস্থ পরিবারের বাকি ৩
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: দুপুরে রান্না হয়েছিল। সেই ভাত সন্ধ্যায় খেয়েছিলেন। দুই ছেলেকেও দিয়েছিলেন, স্বামী-স্ত্রী নিজেরাও খেয়েছিলেন। কিন্তু তারপর থেকেই চার জন অসুস্থ হয়ে পড়েন। খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হল এক শিশুর। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ ওই পরিবারেরই আরও তিন জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার ফুটিডাঙা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ভাত রান্না করেছিলেন বাদল সোরেনের স্ত্রী চম্পা। সেই ভাত সন্ধ্যায় দুই ছেলে বিধান ও বীরেন্দ্রকে খেতে দিয়েছিলেন। নিজেরাও খেয়েছিলেন। বুধবার সকাল থেকেই পরিবারের চারজনের বমি ও পায়খানা হতে থাকে। কোনওভাবে তাঁরা প্রতিবেশীদের খবর দেন। তাঁরাই এসে অসুস্থ চারজনকেই প্রথমে গোগড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চার জনকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় বছর বারোর বিধান সোরেনের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ। অসুস্থ বীরেন সোরেন বলেন, “আমরা তো সবাই ভাত খেলাম। সাধারণত তো দুপুরেই রান্না হয়। কিন্তু এমন তো কখনই হয়নি। কিছুই বুঝতে পারছি না।”

বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাদপাতাল  সুপার শুভঙ্কর কয়াল বলেন,  “যা জানতে পেরেছি, নিজেরাই রান্না করে খেয়েছিলেন। চার জনকে নিয়ে আসা হয়েছিল। একজন মৃত ছিল। বাকি তিন জনের চিকিৎসা চলছে। খাদ্যে বিষক্রিয়ারই প্রমাণ মিলছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক।”

Next Article