Bankura: নদীর চড়ে ছড়িয়ে-ছিটিয়ে হাড়, কাছে যেতেই এলাকাবাসী বুঝে গেলেন বাকিটা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 17, 2022 | 5:13 PM

Bankura: বাঁকুড়া সদর থানার এক্তেশ্বরের মালির বাঁধ এলাকার ঘটনা। বৃহস্পতিবার দুপুরে দ্বারকেশ্বর নদের চরে বিক্ষিপ্ত ভাবে হাড় গোড় পড়ে থাকতে দেখে এলাকার মানুষের সন্দেহ হয়।

Bankura: নদীর চড়ে ছড়িয়ে-ছিটিয়ে হাড়, কাছে যেতেই এলাকাবাসী বুঝে গেলেন বাকিটা
নদীর ধারে ছড়িয়ে নর-কঙ্কাল (নিজস্ব চিত্র)

Follow Us

বাঁকুড়া: বাঁকুড়ায় দারকেশ্বর নদে উদ্ধার নরকঙ্কাল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই কঙ্কারলটি একটি কিশোরীর। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা।

বাঁকুড়া সদর থানার এক্তেশ্বরের মালির বাঁধ এলাকার ঘটনা। বৃহস্পতিবার দুপুরে দ্বারকেশ্বর নদের চরে বিক্ষিপ্ত ভাবে হাড় গোড় পড়ে থাকতে দেখে এলাকার মানুষের সন্দেহ হয়। এরপর পুলিশে খবর দিলে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বারকেশ্বর নদের চরে আজ দুপুরে স্থানীয়দের নজরে আসে বেশ কিছু হাড়গোড় বিক্ষিপ্ত ভাবে পড়ে রয়েছে। এরপর আশপাশে খোঁজ চালাতেই একটি মাথার খুলি উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি চাদর ও চুল বাঁধার ব্যাক ক্লিপ। ওই চাদর ও ব্যাক ক্লিপ দেখে স্থানীয়দের ধারণা হয় কঙ্কালটি আসলে কোনও মহিলার।

এরপরই জানা যায় ছট পুজোর দিন থেকে নিখোঁজ রয়েছে স্থানীয় এক্তেশ্বর মালপাড়ার বাদিন্দা বছর সতেরো বয়সী চাঁপা মাল। এদিন হাড়গোড় মিলতেই স্থানীয় সূত্রে খবর পেয়ে চাঁপা মালের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে চাদর ও চুল বাঁধার ব্যাক ক্লিপ দেখে কঙ্কালটি চাঁপা মালের বলে দাবি করেন। চাঁপা মালকে খুন করা হয়েছে বলে সন্দেহ স্থানীয়দের। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, ‘প্রথমে আমরা বুঝতে পারিনি এটা কোথাকার মৃতদেহ। প্রথমে আমরা খোঁজাখুজি করতে থাকি। তারপর এদিক-ওদিক দেখি। পরে জানতে পারি যে এলাকায় একটি মেয়ে অনেক দিন ধরে নিখোঁজ। মনে হচ্ছে তারই মৃতদেহ ওটি।’

Next Article