বাঁকুড়া: নির্বাচনী বিধি লাগু। তবু খোদ বিডিও অফিস চত্বরে দেদার ঝুলছে সরকারি বিজ্ঞাপন। শুরু রাজনৈতিক চাপানউতোর। বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। রাত থেকেই চালু হয়েছে আদর্শ নির্বাচন বিধি। কিন্তু সেই বিধিকে তোয়াক্কা না করেই বিডিও অফিসে দেদার ঝুলছে সরকারি বিজ্ঞাপনের হোর্ডিং। যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ পেতেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্লক প্রশাসনের। শুক্রবার থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে মনোনয়ন। বাঁকুড়া জেলার বিডিও অফিস গুলিতে উৎসবের মেজাজে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন পর্ব।
মনোনয়ন শুরু হতেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল খোদ ব্লক প্রশাসনের বিরুদ্ধে। বাঁকুড়া এক নম্বর ব্লকের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে।
বাঁকুড়ার বিজেপির বিধায়ক নীলাদ্রিশেখর দানা স্পষ্টতই এই ঘটনার জন্য প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন । তৃণমূলের দাবি, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর শুক্রবার সকাল থেকে বিডিও অফিসের কর্মীরা মনোনয়নের কাজে ব্যস্ত থাকায় বিজ্ঞাপণ খোলার সময় পাননি। সেকারনেই এই সমস্যা তৈরি হয়েছে। ঘটনা নিয়ে তোলপাড় শুরু হতেই বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন নির্বাচনী বিধি দেখাশোনার জন্য দল তৈরি আছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।