Bankura: ডুবেছে হেক্টরের পর হেক্টর জমি, জোট বেঁধে লালবাঁধের গার্ডওয়াল ভাঙছে চাষীরা, পুলিশ আসতেই তুমুল উত্তেজনা

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Aug 07, 2024 | 1:18 PM

Bankura: বিক্ষোভকারীদের দাবি, শতকের পর শতক ধরে লালবাঁধের অতিরিক্ত জল দিঘির নিকাশি নালা দিয়ে বেরিয়ে সরাসরি নদীতে চলে যেত। এর ফলে কোনওদিনই লালবাঁধের পার্শ্ববর্তী এলাকায় জল ঢোকেনি। কিন্তু, সম্প্রতি দিঘির মাছ চাষীরা দিঘির নিকাশি নালার মুখে তিন ফুট উঁচু গার্ড ওয়াল তৈরি করান। তার উপর নেট দিয়ে ঘিরে ফেলা হয়। তাতেই তৈরি হয়েছে সমস্যা।

Bankura: ডুবেছে হেক্টরের পর হেক্টর জমি, জোট বেঁধে লালবাঁধের গার্ডওয়াল ভাঙছে চাষীরা, পুলিশ আসতেই তুমুল উত্তেজনা
এলাকায় উত্তেজনা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বাঁকুড়া: ঐতিহাসিক লালবাঁধের জলে ডুবে হেক্টরের পর হেক্টর কৃষি জমি, বাঁধের গার্ডওয়াল ভেঙে জল বের করতে গেলে পুলিশের বাধা, পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ চাষীদের। চাষীদের অভিযোগ, পরিকল্পনার ভুলেই লালবাঁধের জলে ডুবে গেছে হেক্টরের পর হেক্টর জমি। ডুবে যাওয়া কৃষিজমির জল বের করার উদ্দেশ্যে এদিন বাঁধের গার্ডওয়াল ভাঙার চেষ্টা করেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। এরপরই পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্থ কৃষকরা। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। 

স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের লালবাঁধ সংস্কার করার পর কিছুদিন আগে মাছ চাষের জন্য ওই দিঘি লিজে দেওয়া হয়। দিঘির জলধারণ ক্ষমতা বাড়াতে জল বের হওয়ার রাস্তায় তিন ফুট উঁচু করে গার্ড ওয়াল নির্মাণ করা হয়। সম্প্রতি অতি বৃষ্টির জেরে লালবাঁধের জলস্তর বেশ কিছুটা বৃদ্ধি পায়। আর তাতেই লালবাঁধ লাগোয়া হেক্টরের পর হেক্টর জমি লালবাঁধের জলে ডুবে যায়। জলে ডুবে থাকা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় এদিন সকালে স্থানীয় চৌকান ও দক্ষিণ মগরা গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকেরা জোট বাঁধেন। গাঁইতি কোদাল নিয়ে লালবাঁধের জল বের হওয়ার নিকাশি নালার মুখে নব নির্মীত গার্ডওয়াল ভাঙতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা। বিক্ষোভকারীদের দাবি, শতকের পর শতক ধরে লালবাঁধের অতিরিক্ত জল দিঘির নিকাশি নালা দিয়ে বেরিয়ে সরাসরি নদীতে চলে যেত। এর ফলে কোনওদিনই লালবাঁধের পার্শ্ববর্তী এলাকায় জল ঢোকেনি। কিন্তু, সম্প্রতি দিঘির মাছ চাষীরা দিঘির নিকাশি নালার মুখে তিন ফুট উঁচু গার্ড ওয়াল তৈরি করান। তার উপর নেট দিয়ে ঘিরে ফেলা হয়। একদিকে গার্ড ওয়াল অন্যদিকে গার্ড ওয়ালের উপরে থাকা নেটে কচুরিপানা আটকে গিয়ে দিঘির জল নিকাশে বাধার সৃষ্টি করে। আর তাতেই দিঘির জলে হেক্টরের পর হেক্টর জমির ফসল নষ্টের পাশাপাশি দিঘি তীরবর্তী গ্রামে জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে প্রশাসন ওই গার্ড ওয়াল ভেঙে দিঘির বাড়তি জল বের করার ব্যবস্থা না করলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন চাষীরা। 

Next Article