AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ঘড়িতে তখন পৌনে বারোটা, আর ঠিক তখনই ঘটে গেল ঘটনাটা! মাঝরাস্তায় মারুতির অবস্থা দেখে থ এলাকাবাসী

Bankura: দ্রুত আহত ৩ জনকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত বাইক চালক মৃত্যুঞ্জয় রায়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাইকের অপর আরোহী কার্তিক রায় ও মারুতি ভ্যানের চালক শুভজিৎ দে-কে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে।

Bankura: ঘড়িতে তখন পৌনে বারোটা, আর ঠিক তখনই ঘটে গেল ঘটনাটা! মাঝরাস্তায় মারুতির অবস্থা দেখে থ এলাকাবাসী
প্রতীকী ছবি Image Credit: Meta AI
| Edited By: | Updated on: Mar 08, 2025 | 2:46 PM
Share

বাঁকুড়া: মাঝরাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা বাঁকুড়ার রাস্তায়। মারুতি ভ্যান ও বাইকের ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের। গুরুতর জখম হয়েছেন বাইকের পিছনে থাকা এক আরোহী ও মারুতি ভ্যান চালক। গতকাল গভীর রাতে মর্মান্তিক ঘটনা ঘটেছে কোতুলপুর-কামারপুকুরের রাস্তায় বাঁকুড়া হুগলি সীমানায় থাকা হলদী চেক পোস্টের কাছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত পৌনে বারোটা নাগাদ জয়রামবাটির দিক থেকে কামারপুকুরের দিকে একটি মারুতি ভ্যান। মারুতি ভ্যানটি হলদী চেক পোস্টের কাছাকাছি আসতেই উল্টো দিক থেকে আসা একটি বাইক সজোরে মুখোমুখি ধাক্কা মারে মারুতি ভ্যানটিকে। মুহূর্তেই বাইকে থাকা চালক-সহ দু’জন ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর জখম হন মারুতি ভ্যানের চালকও। 

দ্রুত আহত ৩ জনকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত বাইক চালক মৃত্যুঞ্জয় রায়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাইকের অপর আরোহী কার্তিক রায় ও মারুতি ভ্যানের চালক শুভজিৎ দে-কে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মারুতি ভ্যান চালক শুভজিৎ দের আঘাত গুরুতর থাকায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের জানাচ্ছে বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না। স্থানীয় বাসিন্দারা বলছেন হেলমেট থাকলে হয়তো প্রাণে বেঁচে যেতেন মৃত্যুঞ্জয়।