School Student Death: স্কুল থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কা, পথেই চলে গেল ক্লাস নাইনের ছাত্রের প্রাণ

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 09, 2023 | 5:26 PM

Bankura School Student Death: দ্রুত স্থানীয় বাসিন্দারা, স্কুলের শিক্ষকরা ও বেলিয়াতোড় থানার পুলিশ আহত ছাত্রকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়।

School Student Death: স্কুল থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কা, পথেই চলে গেল ক্লাস নাইনের ছাত্রের প্রাণ
অ্যাম্বুলেন্সের ধাক্কায় পড়ুয়ার মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: স্কুল ছুটির পর সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল নবম শ্রেণির পড়ুয়া। কিন্তু বিপদ যে এভাবে ওঁত পেতে থাকবে কেউ বুঝে উঠতে পারেনি। অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল পড়ুয়ার। আজ দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার ভৈরবডাঙা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সাগর মণ্ডল। সে বাঁকুড়ার বড়কুড়া হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। আজ স্কুল ছুটির পর সাইকেল নিয়ে বেলিয়াতোড় সোনামুখী রাস্তা ধরে কদমা গ্রামে নিজের বাড়িতে ফিরছিল।

জানা গিয়েছে, স্কুল থেকে দেড় কিলোমিটার যাওয়ার পর ভৈরবডাঙা মোড়ের কাছে সোনামুখীর দিক থেকে আগত একটি বেপরোয়া অ্যাম্বুলেন্সের সঙ্গে ওই স্কুল পড়ুয়ার সাইকেলের মুখোমুখি ধাক্কা হয়। ঘটনাস্থলে ছিটকে পড়ে ওই স্কুল পড়ুয়া। এরপর তাঁর শরীরের উপর দিয়ে অ্যাম্বুলেন্সটি চলে যায়। তখনই গুরুতর জখম হয় ওই ছাত্র।

দ্রুত স্থানীয় বাসিন্দারা, স্কুলের শিক্ষকরা ও বেলিয়াতোড় থানার পুলিশ আহত ছাত্রকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ছেড়ে চালক পালিয়ে যায়। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অ্যাম্বুলেন্সটিতে ভাঙচুর চালায়।

Next Article