IT Raid: রাত পোহানোর অপেক্ষা! বিষ্ণুপুরের চালকলে হানা দিয়ে রেকর্ড গড়তে চলছে ইনকাম ট্যাক্স

Hirak Mukherjee | Edited By: Soumya Saha

Nov 10, 2023 | 3:22 PM

IT Raid: এত লম্বা সময় ধরে কীসের সন্ধান চালাচ্ছেন আয়কর অফিসাররা? সূত্রের খবর রাইস মিলের আয়-ব্যয়ের হিসেব খতিয়ে দেখছেন আয়কর অফিসাররা। একইসঙ্গে রাইস মিলের কর্মীদেরও দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। রাইস মিলের প্রবেশ পথ ও বাহির পথ ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

IT Raid: রাত পোহানোর অপেক্ষা! বিষ্ণুপুরের চালকলে হানা দিয়ে রেকর্ড গড়তে চলছে ইনকাম ট্যাক্স
বিষ্ণুপুরে আয়কর হানা
Image Credit source: Facebook

Follow Us

বিষ্ণুপুর: বুধবার বেলা সাড়ে ১১টা। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পারিবারের মালিকানাধীন একটি চালকলে হানা দেয় আয়কর দফতর। বিষ্ণুপুর শহর লাগোয়া চূড়ামণিপুর এলাকায় শিবানি রাইস মিলে ঢোকেন আয়কর দফতরের অফিসাররা। বুধবার রাত পেরিয়ে, বৃহস্পতিবার সারা দিন-সারা রাত কেটে গিয়েছে। শুক্রবার বিকেল ৩টে বেজে গেল। এখনও বিষ্ণুপুরের সেই শিবানি রাইস মিলে টানা তল্লাশি অভিযান চালাচ্ছেন আইকর অফিসাররা। দু’দিন, দু’রাত পেরিয়ে গিয়েছে। এত লম্বা সময় ধরে কীসের সন্ধান চালাচ্ছেন আয়কর অফিসাররা? সূত্রের খবর রাইস মিলের আয়-ব্যয়ের হিসেব খতিয়ে দেখছেন আয়কর অফিসাররা। একইসঙ্গে রাইস মিলের কর্মীদেরও দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। রাইস মিলের প্রবেশ পথ ও বাহির পথ ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

উল্লেখ্য, অতীতের রেকর্ড বলছে, ভারতে আয়কর দফতরের সবথেকে লম্বা সময় ধরে চলা তল্লাশি অভিযান চলেছিল তিন রাত, দু’দিন। ১৯৮১ সালে, কানপুরে। যাঁর বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর, তিনি ছিলেন এক প্রভাবশালী ব্যবসায়ী। রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। আয়কর দফতরের তিন রাত, দু’দিন ধরে চলা সেই অভিযান হল গোটা দেশে সবথেকে লম্বা চলা আয়কর হানা। সেই নিয়ে অজয় দেবগন অভিনীত সিনেমাও রয়েছে বলিউডে। আর এবার বিষ্ণুপুরের এই শিবানি চালকলেও দু’দিন, দু’রাত পেরিয়ে গেল আয়কর দফতরের। টানা তল্লাশি অভিযান চলছে এখনও। আজ রাতও যদি আয়কর দফতরের অফিসাররা ওই চালকলে থেকে যান, তাহলে সব থেকে লম্বা সময় থেকে চলা আয়কর তল্লাশির নতুন রেকর্ড হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে।

প্রসঙ্গত, বুধবার যখন আয়কর দফতরের অফিসাররা এই চালকলে হানা দিয়েছিলেন, তখন বিধায়কমশাই ছিলেন কলকাতায়। বিধানসভার একটি কমিটির বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেদিন বিধানসভায় থাকাকালীনই তাঁর কাছে খবর গিয়েছিল আয়কর হানার। প্রায় মিনিট চারেক বিধানসভায় কাটিয়েই বেরিয়ে যান তিনি। এরপর গতকাল দু’দফায় প্রায় ১৩ ঘণ্টা শিবানি রাইস মিলে ছিলেন বিধায়ক তন্ময় ঘোষ। রাতে বাড়ি ফিরে গিয়েছিলেন। শুক্রবার সকাল ৯টার কিছু আগে আবার তিনি পৌঁছে যান রাইস মিলে। এখনও রাইস মিলের ভিতরেই রয়েছেন বিধায়ক।

 

Next Article