বাঁকুড়া: কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে পুরুলিয়ার (Purulia) এক শিল্পপতিকে বাঁকুড়া থেকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ (Jharkhand Police)। ধৃত শিল্পপতির নাম ভবানী মুখোপাধ্যায়। ধৃতকে রবিবার বাঁকুড়া (Bankura) জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয় পুলিশের তরফে। আদালতের তরফে ধৃতের এক দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ায় একটি টিএমটি বার তৈরির কারখানা রয়েছে ভবানী মুখোপাধ্যায়ের। চলতি বছর সেপ্টেম্বর মাসে ওই শিল্পপতির বিরুদ্ধে ঝাড়খণ্ডের বোকারো জেলার চাস থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ করেন ধ্রুব নারায়ণ নামের আরেক শিল্পপতি।
অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে চাস থানার পুলিশ। আদালত থেকে ভবানী মুখোপাধ্যায়ের নামে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। যদিও কিছুতেই তাঁকে ধরতে পারছিল না পুলিশ। চিহ্নিত করা হচ্ছিল তাঁর মোবাইল লোকেশন। তাতেই সাফল্য পায় চাস থানার পুলিশ। এদিন মোবাইলের টাওয়ার লোকেশান চিহ্নিত করে চাস থানার পুলিশ জানতে পারে পুরুলিয়া থেকে বাঁকুড়া হয়ে কলকাতার দিকে রওনা হয়েছেন ভবানী মুখোপাধ্যায়। ধাওয়া করা হয় তাঁর গাড়ি। বাঁকুড়া শহরের অদূরে ওই শিল্পপতির গাড়িকে আটকায় পুলিশ। গ্রেফতার করা হয় ভবানীকে। এরপরই ওই শিল্পপতিকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ঝাড়খণ্ড পুলিশ।
ঝাড়খণ্ড পুলিশের দাবি ওই শিল্পপতির বিরুদ্ধে প্রায় ১৩ কোটি ৬৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভবানী মুখোপাধ্যায়। তিনি বলেন, “অভিযোগের বিষয়ে আমি ঠিক করে কিছুই জানি না। আমি রোজ তিন কোটি টাকার লেনদেন করি। আমি নিজেই টিএমটি বার তৈরি করি। তা তছরূপ করব কেন? যে কেউ অভিযোগ করতেই পারে। অন্য কোনও অভিসন্ধি আছে। আমি কলকাতা যাচ্ছিলাম। তখনই পুলিশ আমাকে গ্রেফতার করে।”