Kurmi Protest: ‘ক্ষমা চাইতে হবে, না-হলে সামাজিক বয়কট’, দিলীপকে সময় বেঁধে দিলেন কুড়মি নেতারা

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 15, 2023 | 6:58 PM

Kurmi Protest: রবিবার ঝাড়গ্রামে গিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন খেমাশুলির আন্দোলনে তিনি চাল ডাল পাঠিয়েছিলেন।

Kurmi Protest: ‘ক্ষমা চাইতে হবে, না-হলে সামাজিক বয়কট’, দিলীপকে সময় বেঁধে দিলেন কুড়মি নেতারা
(নিজস্ব চিত্র)

Follow Us

বাঁকুড়া: পুরুলিয়ার (Purulia) পর এবার বাঁকুড়া (Bankura)। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে প্রতিবাদের ঝড় জঙ্গলমহল জুড়ে। প্রবল বিক্ষোভ কুড়মিদের। কুশপুতুল দাহ করার পাশাপাশি বেধে দেওয়া হল সময় সীমা। কুড়মিদের দাবি ২৪ ঘণ্টার মধ্যে দিলীপ ঘোষ ক্ষমা না চাইলে ৫০ হাজার কুড়মি নিয়ে বিজেপি নেতার বাড়ি ঘেরাওয়ের ডাক দিলেন তিনি।

রবিবার ঝাড়গ্রামে গিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন খেমাশুলির আন্দোলনে তিনি চাল ডাল পাঠিয়েছিলেন। সেই মন্তব্যের প্রতিবাদে আজ সকাল থেকে বাঁকুড়ার রানিবাঁধে জমায়েত করে ধিক্কার জানান কুড়মিরা। পোড়ানো হয় দিলীপ ঘোষের কুশপুতুলও। পাশাপাশি ওই মন্তব্যের প্রতিবাদে পাল্টা দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ।

আদিবাসী কুড়মি সমাজের রাজ্য যুব সভাপতি স্পষ্টতই দিলীপ ঘোষের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “আদিবাসী কুড়মি সমাজের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দিলীপ ঘোষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চেয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথা জঙ্গলমহল থেকে আগামী ১৭ মে পঞ্চাশ হাজার কুড়মি দিলীপ ঘোষের বাড়িতে জামা কাপড় খোলাতে যাবেন। ক্ষমতা থাকলে দিলীপ ঘোষ ওইদিন বাড়িতে থাকবেন। আর দিলীপ ঘোষ ওইদিন বাড়িতে না থাকলে তাঁকে সমাজের তরফে বয়কট করা হবে।”

Next Article