Lakshmi puja 2024: বাজারে গেলেই লাগছে ছেঁকা, লক্ষ্মী পুজোয় হাত পুড়ছে বাঙালির

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 16, 2024 | 1:50 PM

Lakshmi puja 2024: রাজ্যের সবজি উৎপাদক জেলাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া। জেলার বিস্তীর্ণ অংশে ব্যাপকহারে সবজি উৎপাদন হয়। সেই সবজি শুধু বাঁকুড়া জেলার চাহিদা পূরণ করে তাই নয়, পার্শ্ববর্তী জেলা পশ্চিম বর্ধমান,পূর্ব বর্ধমান ও পুরুলিয়া জেলা ছাড়াও ভিন রাজ্যের বিভিন্ন বাজারে সবজি রফতানি করা হয়।

Lakshmi puja 2024: বাজারে গেলেই লাগছে ছেঁকা, লক্ষ্মী পুজোয় হাত পুড়ছে বাঙালির
বাজারে গেলে ছেঁকা লাগছে বাঙালির
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: পুজোর আগে লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবজি চাষের। স্বাভাবিক ভাবেই সবজির বাজার ছিল এমনিতেই চড়া। এর উপর লক্ষ্মীপুজোয় চাহিদা বৃদ্ধি পাওয়ায় লাফ দিয়েছে সবজির দাম। তবে শুধু সবজী নয়,ফল,ফুল ও প্রতিমার বাজারেও লেগেছে আগুন।

রাজ্যের সবজি উৎপাদক জেলাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া। জেলার বিস্তীর্ণ অংশে ব্যাপকহারে সবজি উৎপাদন হয়। সেই সবজি শুধু বাঁকুড়া জেলার চাহিদা পূরণ করে তাই নয়, পার্শ্ববর্তী জেলা পশ্চিম বর্ধমান,পূর্ব বর্ধমান ও পুরুলিয়া জেলা ছাড়াও ভিন রাজ্যের বিভিন্ন বাজারে সবজি রফতানি করা হয়। পুজোর আগে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া জেলার সর্বত্র সবজীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে শুধু বাঁকুড়া জেলায় নয় রাজ্যের প্রায় সর্বত্র পুজোর আগে অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি পায় সবজির। লক্ষ্মীপুজোর বাজারে সেই সবজির দাম আরও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বেড়েছে ফলমূল এমনকী প্রতিমার দামও।

বাঁকুড়ার বাজারে আজ দাম নিম্নলিখিত…

বেগুন – ১৫০ – ৬০ টাকা
বরবটী – ৯০ – ৪০ টাকা
কাচালঙ্কা – ১০০ – ১৬০ টাকা
পালং – ৬০ – ১০০ টাকা
টমেটো – ১০০ – ৮০ টাকা
ফুলকপি – ৯০ – ১০০ টাকা
বাঁধাকপি – ৫০ – ৫০ টাকা
পটল – ৪০ – ৫০ টাকা
পেঁপে – ৩০ – ৩০ টাকা
কেপসিকাম – ১৬০ – ২০০ টাকা
গাজর – ৩৫ – ৫০ টাকা
শশা – ১০০ – ৫০ টাকা
কুমড়ো – ২০ – ২০ টাকা

আপেল – ১৫০- ১২০ টাকা
নারকেল – ৫০ – ৭০ টাকা
বেদানা – ২০০ – ২৫০ টাকা
নাসপাতি – ২০০-১৫০ টাকা
লেবু – ১০০ – ১২০ টাকা
আঙ্গুর – ২৫০ – ২০০ টাকা
কলা – ৪০ – ৫০ টাকা
ডাব – ৮০ – ৫০ টাকা
খেজুর – ৯০ – ১০০ টাকা

 

Next Article