বাঁকুড়া: অসহ্য গরম। তীব্র দহন জ্বালা জুড়িয়ে মঙ্গলবার রাত্রিবেলা নেমেছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে বইছিল ঝড়ো হাওয়া। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটনা ঘটেছে। বাঁকুড়ায় বালি খাদানে বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন চারজন।
গতকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, দামোদর নদীর বালি খাদানে বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন চার জন। ঘটনা সোনামুখী থানার ডিহিপাড়া পঞ্চায়েতের দামোদর নদীর বালি খাদান। স্থানীয় সূত্রে খবর, মৃত শ্রমিকের নাম ধর্মদাস বাগদি। বয়স ৩৩ বছর। ধর্মদাসের বাড়ি স্থানীয় রাঙ্গামাটি গ্রামে। জানা গিয়েছে, বালি খাদানে ট্রাক্টরে বালি বোঝাই করছিলেন ধর্মদাস। সেই সময় আচমকাই ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে বালির খাদানে তৈরি করা খড়ের ছাউনিতে আশ্রয় নেন বেশ কয়েকজন শ্রমিক। তখন ওই খড়ের ছাউনিতে বাজ পড়লে ধর্মদাস বাগদি নামে ওই শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়।
পরিবার সূত্রে খবর, ওই ব্যক্তির তিনটি শিশু রয়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনে কিভাবে সংসার চলবে তা ভেবে পাচ্ছেন না তাঁর স্ত্রী । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । আহত চার জনকেও উদ্ধার করে সোনামুখী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
এই বিষয়ে এক ব্যক্তি বলেন, ‘ওরা সবাই কাজ করছিল। মোট নয়জন ছিল। হঠাৎ করে বৃষ্টি নামে। তখনই খড়ের গাদায় আশ্রয় নেয়। কিন্তু বাজ পড়ে। আর তারপর জানতে পারি একজনের মৃত্যু হয়েছে। ওনার তিনটি সন্তান রয়েছে। কীভাবে সংসার চলবে বুঝে উঠতে পারছি না।’