Bankura: ‘আকাশ থেকে কুইন্টাল কুইন্টাল বরফ পড়ছে’, বাঁকুড়ায় হইচই

Hirak Mukherjee | Edited By: সায়নী জোয়ারদার

Sep 28, 2024 | 3:46 PM

Bankura: স্থানীয়দের দাবি, প্রবল শব্দে মাটিতে আছড়ে পড়াতেই টুকরো টুকরো হয়ে যায় বরফটি। এই ঘটনায় প্রাথমিকভাবে আতঙ্ক ছড়িয়েছে চাষিদের মধ্যে। প্রথমে তাঁরা এলাকা ছেড়ে পালিয়েও যান। পরে যদিও সাহস করে ঘটনাস্থলে যান। গিয়ে দেখা যায়, যেখানে বরফের চাঁই পড়েছিল সেই জায়গায় মাটিতে বেশ কিছুটা গর্ত হয়ে গিয়েছে।

Bankura: আকাশ থেকে কুইন্টাল কুইন্টাল বরফ পড়ছে, বাঁকুড়ায় হইচই
এভাবেই বরফের টুকরো পড়ে আছে রাস্তার ধারে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: আচমকাই আকাশ থেকে বিশালাকার বরফের চাঁই এসে পড়ল রাস্তার ধারে। এমন দৃশ্যে তো হতবাক এলাকার লোকজন। যারা সামনে ছিল, ভয়ে ছুটে পালায়। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের ছোটো রামবনি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে খবর, এদিন বাঁকুড়ার সিমলাপাল থানার ছোট রামবনি এলাকায় গ্রামের রাস্তার ধারে জমিতে কাজ করছিলেন স্থানীয় বাসিন্দারা। বেলা সাড়ে ১০টা তখন। প্রবল শব্দ শুনতে পান এলাকার লোকজন। সামনেই মাঠে কাজ করছিলেন স্থানীয় বাসিন্দা আকাশ দুলে।

আকাশ বলেন, “আমরা কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ কানে এল। তারপর সামনে গিয়ে দেখি বিশাল বরফের গোলা পড়ে আছে। আকাশ থেকে পড়েছিল।” এক কুইন্টাল, দেড় কুইন্টাল ওজন হবে বলেও জানান এলাকার লোকজন।

স্থানীয়দের দাবি, প্রবল শব্দে মাটিতে আছড়ে পড়াতেই টুকরো টুকরো হয়ে যায় বরফটি। এই ঘটনায় প্রাথমিকভাবে আতঙ্ক ছড়িয়েছে চাষিদের মধ্যে। প্রথমে তাঁরা এলাকা ছেড়ে পালিয়েও যান। পরে যদিও সাহস করে ঘটনাস্থলে যান। গিয়ে দেখা যায়, যেখানে বরফের চাঁই পড়েছিল সেই জায়গায় মাটিতে বেশ কিছুটা গর্ত হয়ে গিয়েছে।

ধীরেন রায় নামে এলাকাবাসীর কথায়, “এরকম তো আমরা শুনিনি। পরিষ্কার আকাশ। পরে আবার কয়েকজন ওই বরফ নিয়েও গিয়েছে বাড়িতে।” অনেক সময় বিমানের ডি-আইসিং হলে এরকম বরফ ফেলা হয়। তবে সেটা সাধারণত নীল রঙের হয়।

Next Article