Bankura: জলজ্যান্ত লোকটা ঘরের দুয়ারে বসেছিলেন, একটা ঘটনা মুহূর্তে কাড়ল প্রাণ

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 14, 2024 | 8:04 PM

Bankura: মৃতের ভাইপো বরুণ মাঝি বলেন, "ঘরের দুয়ারে বসেছিল। আচমকা বিদ্যুৎ চমকায়। হাসপাতালে আনার পর বলল মৃত। এইভাবে যে জলজ্যান্ত ছেলেটা চলে গেল। আমরা তো ভাবতেই পারছি না।" মৃতের আত্মীয় শ্যামল মাঝি বলেন, "হঠাৎ মেঘ ধরে..."

Bankura: জলজ্যান্ত লোকটা ঘরের দুয়ারে বসেছিলেন, একটা ঘটনা মুহূর্তে কাড়ল প্রাণ
বাঁকুড়ায় মৃত্যু ব্যক্তির
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: ফের বজ্রপাতে বাঁকুড়ায় মৃত্যু হল ব্যক্তির। মৃতের নাম পরেশ মাঝি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার বাঁশি গ্রামে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যার পর বাঁকুড়ার জয়পুর এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বাড়ির উঠোনের সামনে বসেছিলেন বাঁশি গ্রামের স্থানীয় বাসিন্দা পরেশ মাঝি। আচমকাই বজ্রপাতে বাড়ির উঠোনেই লুটিয়ে পড়েন পরেশ মাঝি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা পরেশ মাঝিকে মৃত বলে ঘোষণা করে। আজ পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।

মৃতের ভাইপো বরুণ মাঝি বলেন, “ঘরের দুয়ারে বসেছিল। আচমকা বিদ্যুৎ চমকায়। হাসপাতালে আনার পর বলল মৃত। এইভাবে যে জলজ্যান্ত ছেলেটা চলে গেল। আমরা তো ভাবতেই পারছি না।” মৃতের আত্মীয় শ্যামল মাঝি বলেন, “হঠাৎ মেঘ ধরে। সেই সময় উনি পড়ে যান। আমরা ভাবি যে উনি অজ্ঞান হয়ে গিয়েছেন। তারপর হাসপাতালে নিয়ে গেলে বলছেন উনি মারা গিয়েছেন।”

Next Article