বাঁকুড়া: বিষ্ণুপুর টেন্ডার দুর্নীতিতে একের পর এক পর্দাফাঁস। শ্য়াম-কাণ্ডে এ বার গ্রেফতার বিষ্ণুপুরের ‘কত্তাবাবুর’ (Shyamaprasad Mukherjee) ঘনিষ্ঠ বলে পরিচিত রামশঙ্কর মহন্ত। শনিবার তাঁকে বাড়ি থেকেই গ্রেফতার করেন তদন্তকারীরা। শুক্রবার সন্ধ্যাতেই শঙ্করকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন গোয়েন্দারা। তাঁর বয়ানে অসঙ্গতি মেলায় শনিবার শঙ্করকে গ্রেফতার করে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, বিষ্ণুপুরের ১০ কোটি টাকার টেন্ডাপ দুর্নীতি-কাণ্ডে শ্যামাপ্রসাদকে জেরা করে আগেই তাঁর নিজস্ব ছ’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছিল। সংশ্লিষ্ট সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলিতে লেনদেনের নথি খতিয়ে দেখেই রামশঙ্করের খোঁজ পাওয়া যায়। তদন্তকারীদের দাবি, ওই নথিতেই প্রথম ধরা পড়ে, প্রাক্তন মন্ত্রীর প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ টাকা জমা করেছেন রামশঙ্কর। এরপর জেরাতেই রামশঙ্করের নাম স্বীকার করেন প্রাক্তন মন্ত্রী।
পুলিশ জানিয়েছে, ধৃত শ্যামাপ্রসাদের কাছ থেকে ১৯ লক্ষ টাকা-সহ জমির চারটি দলিল পাওয়া গিয়েছে। সেই চারটি দলিল শ্যামাপ্রসাদের নামেই রয়েছে। স্থানীয় ডাকঘরে থাকা শ্যামাপ্রসাদের নামে আটটি সেভিংস অ্যাকাউন্টের পাশবইও হাতে এসেছে তদন্তকারীদের। তদন্তকারীদের অনুমান শ্যামাপ্রসাদের টাকা রামশঙ্করের মাধ্যমেই বিভিন্ন অ্যাকাউন্টে টাকা জমা পড়ত। প্রাক্তন মন্ত্রীর জমি কেনাবেচা ও বিনিয়োগ সংক্রান্ত সব কিছুই দেখতেন রামশঙ্কর অনুমান গোয়েন্দাদের।
শনিবার, আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী। তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আনা হয়। সেখানেই মেল মেডিসিন ওয়ার্ডে আপাতত চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, প্রৌঢ় প্রাক্তন মন্ত্রী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর হার্টের অবস্থা বিশেষ ভাল নয় বলেই জানিয়েছেন চিকিত্সকেরা। এদিন, তাঁর জরুরি ডাক্তারি পরীক্ষা করা হয়।
শ্যামাপ্রসাদের (Shyamaprasad Mukherjee) চিকিত্সার দায়িত্বে থাকা হাসপাতাল সুপার চিকিত্সক মহেন্দ্র নাথ মাণ্ডি বলেন, “বুকে ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন শ্যামবাবু। পূর্বেই তিনি উচ্চ রক্তচাপ ও মুধমেহ রোগে ভুগছিলেন। মাত্রাতিরিক্ত মানসিক চাপের জন্যই মূলত অসুস্থ হয়ে পড়েছেন।” চিকিত্সকেরা জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রীর দেখভালে কোনও খামতি নেই। সর্বক্ষণ তাঁকে চিকিত্সকদের নজরে রাখা হচ্ছে। যদিও, তদন্তকারীদের একাংশ মনে করছেন, প্রাক্তন মন্ত্রীর এটি কোনও কৌশল হলে তদন্তের গতি রুদ্ধ হতে পারে। তাই পুলিশি হেফাজতেই থেকে চলছে চিকিত্সা।
ইতিমধ্যেই, তদন্তে নেমে শ্যামাপ্রসাদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে মোট ৬টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। পাশাপাশি শ্যামাপ্রসাদের নামে একাধিক জমির হদিশও পেয়েছেন তদন্তকারীরা। একাধিক পেট্রোল পাম্পের মালিক হিসাবেও উঠে এসেছে প্রাক্তন মন্ত্রীর নাম। শ্যামাপ্রসাদকে আজ আদালতে পেশ করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১০ দিনের হেফাজত চেয়েছে পুলিশ।
তদন্তকারীরা বলছেন, এই মামলার জট অত্যন্ত গভীরে। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর পরিবারের অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে দেখা গিয়েছে, অনেক অসঙ্গতি রয়েছে। আর্থিক লেনদেনের হিসাব পাওয়া যায়নি। এছা়ডা অনেক জমি ও পেট্রোল পাম্পেরও মালিকানার হদিশ মিলেছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে তাঁর আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিষ্ণপুর পুরসভার প্রাক্তন ওভারশেয়ার দিলীপ গড়াইকে গ্রেফতার করেছে পুলিশ। টেন্ডার দুর্নীতিতে তাঁর সক্রিয় যোগ রয়েছে বলে দাবি পুলিশের। আরও পড়ুন: ‘এত ছোট বাচ্চাদের মনে এইসব…’, সহপাঠিনীর উপর যৌন নির্যাতন, ভাইরাল ভিডিয়ো!