Bankura: ভুল করে সদ্যজাতকে একই টিকা দু’বার, কাঠগড়ায় সরকারি হাসপাতাল

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 11, 2022 | 12:11 PM

Bankura: স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিরোমণিপুর গ্রামের গৃহবধূ মৌসমা খাতুন। তিনি গোগড়া গ্রামীণ হাসপাতালে গতকাল এক কন্যা সন্তান প্রসব করেন। রোগীর পরিবারের দাবি প্রসবের পর গতকাল সদ্যজাতকে প্রয়োজনীয় টিকা দেওয়া হয় ।

Bankura: ভুল করে সদ্যজাতকে একই টিকা দুবার, কাঠগড়ায় সরকারি হাসপাতাল
কোতুলপুর হাসপাতাল (নিজস্ব ছবি)

Follow Us

বাঁকুড়া: ভুল করে সদ্যজাতকে একই টিকা দু’বার দেওয়ার অভিযোগ। কর্তব্যরত নার্সের শাস্তির দাবিতে উত্তাল গ্রামীণ হাসপাতাল।

বাঁকুড়ার গোগড়া গ্রামীণ হাসপাতালের ঘটনা। সেখানেই কর্তব্যরত নার্সের শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখাল ওই শিশু পরিবারের লোকজন। শেষমেশ বিক্ষোভ সামাল দিতে শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হয় কতুলপুর থানার পুলিশকে। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির পরিবারের অভিযোগ স্বীকার করে নিয়েছে । স্বাস্থ্য দফতরের দাবি ভুল করে টিকার ডাবল ডোজ দেওয়া হলেও শিশুটি সুস্থ রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিরোমণিপুর গ্রামের গৃহবধূ মৌসমা খাতুন। তিনি গোগড়া গ্রামীণ হাসপাতালে গতকাল এক কন্যা সন্তান প্রসব করেন। রোগীর পরিবারের দাবি প্রসবের পর গতকাল সদ্যজাতকে প্রয়োজনীয় টিকা দেওয়া হয় ।

এরপর মঙ্গলবার দুপুরে হাসপাতালের তরফে প্রসূতির নাম ধরে ডাকলে পরিবারের লোকজন সদ্যজাতকে নিয়ে হাসপাতালের নার্সদের কাছে যান। অভিযোগ, সেই সময় ফের কর্তব্যরত এক নার্স শিশুটিকে পুনরায় সেই টিকা দিতে উদ্যোগী হলে পরিবারের লোকজন ওই নার্সকে গতকালের ইঞ্জেকসন দেওয়া হয়েছে সেই কথা জানায়। কিন্তু তারপরও টিকার কার্ড না দেখেই কর্তব্যরত নার্স শিশুটিকে পুনরায় ওই টিকা দেন বলে পরিবারের অভিযোগ । বিষয়টি জানাজানি হতেই হাসপাতালের নার্সরা রোগীর পরিবারকে বিষয়টি অন্যত্র না জানানোর জন্য চাপ দেয় বলেও অভিযোগ।এরপরই শিশুর পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন। পাশাপাশি কর্তব্যরত ওই নার্সের শাস্তির দাবী তোলেন শিশুর পরিবারের লোকজন।

শিশুর পরিবারের আশঙ্কা টিকার ডাবল ডোজের প্রভাবে শিশুটির শরীরে প্রাথমিক ভাবে তেমন কোনও প্রতিক্রিয়া দেখা না গেলেও পরবর্তীতে কোনও শারীরিক সমস্যা দেখা দিতে পারে । একই টিকার ডাবল ডোজ দেওয়ার কথা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।স্বাস্থ্য দফতরের দাবি ডাবল ডোজ প্রয়োগ হলেও চিন্তার তেমন কিছু নেই। তা সত্বেও ওই শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

Next Article