বাঁকুড়া: নিজের একটা চার চাকা গাড়ির শখ কমবেশি অনেকেরই থাকে। অনেক মধ্যবিত্তই পকেটের কথা ভেবে হয়ত তা আর কিনে উঠতে পারেন না। সেই সব মানুষকে তাক লাগিয়ে দিতে পারেন বাঁকুড়ার চঞ্চল সিং। অভিনব উদ্ভাবন তাঁর। ৩০ পয়সা প্রতি কিলোমিটার খরচ করে মধ্যবিত্ত যাতে গাড়ি চড়তে পারে, তেমনই এক গাড়ি বানিয়ে ফেলেছেন তিনি। দারুণ আধুনিক সেই বিদ্যুৎচালিত গাড়ি এখন বাঁকুড়ায় সকলের মুখে মুখে ফিরছে।
জ্বালানি তেলের ক্রমাগত দাম বাড়ছে। অনেকে তো গাড়ি কিনে তা গ্যারাজেও ফেলে রাখছেন আজকাল। এমনিতেও ইলেকট্রিক কার নিয়ে এখন যথেষ্ট হইহই চারদিকে। এরমধ্যে বিকনার চঞ্চল সিংয়ের তৈরি গাড়ি নিয়ে এখন খুব আলোচনা।
মেকানিক হিসাবে কাজ করেন চঞ্চল। বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করেন তিনি। লিফ্ট তৈরির কাজ থেকে মুড়ি ভাজার যন্ত্র কিংবা বাতাসা তৈরির যন্ত্র তৈরি করেন। তিনিই নিজে হাতে তৈরি করেছেন চার চাকার বৈদ্যুতিক গাড়ি।
চঞ্চল জানান, তাঁর এই গাড়ি একবার চার্জ দিলে ১০০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত চলবে। গাড়িতে অপশন আছে, চাইলে এই সময়সীমা আরও বাড়ানোও সম্ভব। হিসাব কষে দেখলে চার সিটের এই গাড়ি চালাতে বাইকের থেকেও কম খরচ। প্রতি ঘণ্টায় ৪৫-৫০ কিলোমিটার অবধি এ গাড়ি চালাতে পারবেন চালক।
যেহেতু ইলেকট্রিকাল ভেহিক্যাল, দূষণও শূন্য। স্পোর্টি লুক আছে এই জিপ গাড়ির। বাজারে খবর ছড়াতে ইতিমধ্যেই চঞ্চলের কাছে অর্ডার আসতে শুরু করেছে। তিনি জানান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী এই গাড়ির লুক যেমন বদল করা যাবে, আসন সংখ্যাও বাড়িয়ে দিতে পারবেন তিনি। সরকারি ছাড়পত্র পেলে বাণিজ্যিকভাবেও এই গাড়ি নামবে খোলা বাজারে।