ফ্যাশন শো-তে ঝড় তুললেন করলেন রাজ্যের খাদ্য দফতরের মন্ত্রী, বললেন ‘এই সাজ আমার রক্তে আছে’

Hirak Mukherjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 25, 2024 | 10:23 PM

Bankura: এ রাজ্যের পশ্চিমের জেলাগুলি তো বটেই, উত্তরের জেলাগুলিতেও আদিবাসী সাঁওতাল জনজাতিভূক্ত মানুষের সংখ্যা কম নয়। আধুনিক সংস্কৃতির হাওয়াতেও নিজেদের হাজার হাজার বছরের পোশাক ও সাজসজ্জার ধারা এবং সংস্কৃতির স্বকীয়তা বজায় রেখে চলেছে সাঁওতাল সম্প্রদায়।

ফ্যাশন শো-তে ঝড় তুললেন করলেন রাজ্যের খাদ্য দফতরের মন্ত্রী, বললেন এই সাজ আমার রক্তে আছে
ফ্যাশন শো-তে মন্ত্রী
Image Credit source: Facebook

Follow Us

বাঁকুড়া: ২০১৬ সাল থেকে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আর ২০২১-এই মন্ত্রী হয়ে যান বাঁকুড়া আদিবাসী সম্প্রদায়ের মেয়ে জ্যোৎস্না মান্ডিও। বর্তমানে খাদ্য দফতরের প্রতিমন্ত্রী তিনি। বুধবার সেই মন্ত্রীকেই দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। মুখে মেক-আপ, পরণে শাড়ি, সঙ্গে নিখাদ আদিবাসী সাজ। এভাবেই ফ্যাশন শো-তে হাঁটলেন তিনি।

বুধবার বিষ্ণুপুর মেলায় আয়োজিত হল বিশেষ ফ্যশান শো। সেখানে অন্যান্য আদিবাসী মহিলাদের সঙ্গে র‍্যাম্পে ঝড় তুললেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিও। আদিবাসী সাজ পোষাক ও সংস্কৃতির প্রতি আধুনিক সমাজের টান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবার সেই সাজ সজ্জা, পোশাক ও সংস্কৃতিকে বাণিজ্যিক মোড়কে মুড়ে সকলের সামনে পেশ করা হল ফ্যাশন শো-তে। তাতেই পা মেলালেন মন্ত্রী।

এ রাজ্যের পশ্চিমের জেলাগুলি তো বটেই, উত্তরের জেলাগুলিতেও আদিবাসী সাঁওতাল জনজাতিভূক্ত মানুষের সংখ্যা কম নয়। আধুনিক সংস্কৃতির হাওয়াতেও নিজেদের হাজার হাজার বছরের পোশাক ও সাজসজ্জার ধারা এবং সংস্কৃতির স্বকীয়তা বজায় রেখে চলেছে সাঁওতাল সম্প্রদায়। সেটাই এবার সকলের সামনে তুলে ধরা হল।

শো শেষে জ্যোৎস্না মান্ডি বলেন, রাজনীতির পথে হাঁটা আর এই হাঁটার মধ্যে অনেক তফাৎ। তবে এটা আলাদা কিছু নয়, এই সাজ আমার রক্তে আছে। এদিন মন্ত্রী ছাড়াও আদিবাসী সম্প্রদায়ের চিকিৎসক, আইনজীবীদেরও হাঁটতে দেখা গিয়েছে ফ্যাশন শো-তে। জ্যোৎস্না মান্ডি বলেন, আদিবাসী ছেলেমেয়েরা যাতে ওদের দেখে অনুপ্রাণিত হয়, তাই এই উদ্যোগ।

Next Article