Suvendu Adhikari on Justice Ganguly: ‘বিচারপতি গঙ্গোপাধ্যায় তো নিজে ইচ্ছে করে মামলা নেননি’, সুপ্রিম নির্দেশের পর বললেন শুভেন্দু

Hirak Mukherjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 29, 2023 | 12:02 AM

Suvendu Adhikari on Justice Ganguly: বিজেপি বিধায়ক আরও মনে করিয়ে দেন, শুধু মাত্র বিচারপতি গঙ্গোপাধ্য়ায় নন, অন্যান্য বিচারপতিরাও তথ্য ও নথির ওপর ভিত্তি করে একই রায় বহাল রেখেছেন।

Suvendu Adhikari on Justice Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায় তো নিজে ইচ্ছে করে মামলা নেননি, সুপ্রিম নির্দেশের পর বললেন শুভেন্দু
সুপ্রিম নির্দেশ প্রসঙ্গে শুভেন্দু

Follow Us

কলকাতা : সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত মামলা শুনবেন না। যাঁর দেওয়া বেশ কিছু রায় সাম্প্রতিককালে সাড়া ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে, তাঁকে মামলা থেকে সরিয়ে দেওয়ার খবরে হতাশা প্রকাশ করেছেন বহু আন্দোলনকারী চাকরি প্রার্থী। এবার আশাহত হওয়ার কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাধারণ মানুষ, যাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আশা দেখেছিলেন, তাঁরা আশাহত হয়েছেন। তবে শুভেন্দুর দাবি, বিচারপতিকে সরানো হলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে।

বাঁকুড়ায় এক সভায় যোগ দিতে গিয়ে শুভেন্দু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কীভাবে মোকাবিলা করতে হবে, তা জানি। তবে সাধারণ মানুষ যাঁরা দুর্নীতির বিরুদ্ধে আশা দেখেছিলেন, তাঁরা আশাহত হয়েছেন। সমস্ত রায় আপলোড হতে দিন। তারপর বিচার বিশ্লেষণ হবে। এতে তদন্ত বন্ধ হয়ে যাক, এটা কেউই চাইবেন না।’

শুভেন্দু আরও উল্লেখ করেন, বিচারপতি গঙ্গোপাধ্য়ায় নিজে ইচ্ছে করে মামলা নেননি। তাঁকে এই মামলাগুলি দেওয়া হয়েছে। বিজেপি বিধায়ক আরও মনে করিয়ে দেন, শুধু মাত্র বিচারপতি গঙ্গোপাধ্য়ায় নন, অন্য বিচারপতিরাও তথ্য ও নথির ওপর ভিত্তি করে একই রায় বহাল রেখেছেন। তিনি বলেন, ‘অভিজিৎবাবুর দেওয়া রায়ের বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টেও গিয়েছে। অনেক ক্ষেত্রেই কিন্তু একই রায় বহাল রেখেছে। মানিক ভট্টাচার্যের আবেদনের ক্ষেত্রেও তো তাই হয়েছে। আমাদের বিশ্বাস আছে বিচার ব্যবস্থার ওপর। বিচার ব্যবস্থা আগামীতে ঠিকই রায় দেবে।’

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ শুক্রবার নির্দেশ দেয়, নিয়োগের মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোর। কিন্তু কোন মামলা বা কতগুলি মামলার এজলাস বদল তা নিয়ে ধোঁয়াশা বহাল। কতগুলি মামলা তাঁর এজলাস থেকে সরেছে তা স্পষ্ট হবে সুপ্রিম কোর্টের রায়ের কপি সামনে আসার পরই। উল্লেখ্য, এসএসসি থেকে প্রাথমিক, নিয়োগ দুর্নীতির একাধিক মামলা চলছে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে।

Next Article