তালডাংরা: ছ’টি কেন্দ্রে ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রের ছবিটা খানিকটা আলাদা। সেখানের একটি বুথে ভোট দিলেই ভোটাররা পাচ্ছেন উপহার। নাহ! তবে কোনও রাজনৈতিক দল নয়। তাহলে এই উপহার কে দিচ্ছে? ঠিক কী ধরনের উপহারই বা মিলছে?
বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের ফুলমতি হাইস্কুলে নির্বাচন কমিশনের তরফেই এমন আয়োজন। একদিকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে স্থানীয়দের আগ্রহী করে তোলা, আর অন্য দিকে পরিবেশ সচেতনতার বার্তা দিতেই কমিশনের এমন আয়োজন। তালডাংরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচমুড়ার অন্যতম ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পকে তুলে ধরতে টেরাকোটা দিয়ে সাজানো হয়েছে এই বুথ। কমিশনের এমন আয়োজনে খুশি ভোটাররা।
অনিতা রায় নামে এক ভোটার বলেন, “আকাশমণি গাছ দেওয়া হয়েছে। আগেরবারও গাছ দিয়েছে। এটা তো মডেল বুথ। প্রতিবারই সাজায়। আগেরবারও সাজিয়েছিল। এবারও সাজিয়েছে। আগেরবারও গাছ পেয়েছি। লাগিয়েছিলাম। গাছ বড় হয়েছে। পরিবেশের সুরক্ষার জন্য খুব ভাল উদ্যোগ।”