TET 2022: দুর্নীতির অভিযোগের পরও টেট নিয়ে হাল ছাড়ছেন না পরীক্ষার্থীরা, ভরসাস্থল ঠিক কোথায়?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 11, 2022 | 12:30 PM

TET: পর্ষদ সভাপতি গৌতম পাল দায়িত্ব গ্রহণের পর থেকেই বলে আসছিলেন, এবার থেকে সবকিছু স্বচ্ছভাবে হবে। পর্ষদ সভাপতির কথায় কতটা ভরসা রাখছেন টেট পরীক্ষার্থীরা?

TET 2022: দুর্নীতির অভিযোগের পরও টেট নিয়ে হাল ছাড়ছেন না পরীক্ষার্থীরা, ভরসাস্থল ঠিক কোথায়?
টেট পরীক্ষার্থী

Follow Us

বাঁকুড়া: প্রায় পাঁচ বছর পর রাজ্যে ফের টেট পরীক্ষা (TET 2022)। এবারের পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী রয়েছেন। রাজ্যে শিক্ষাক্ষেত্রে যখন একের পর এক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ উঠছে, সেই সময় এই টেট পরীক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য অগ্নিপরীক্ষার থেকে কম কিছু নয়। তবে শিক্ষায় একের পর এক দুর্নীতির অভিযোগ ঘিরে যখন তপ্ত রাজ্যের বাতাবরণ, তখন পরীক্ষার্থীদের ঢল দেখে বোঝাই যাচ্ছে, আশার আলো তাঁরা এখনও ছাড়েননি। দূর দূরান্ত থেকে হাজার হাজার পরীক্ষার্থী মাথার ঘাম পায়ে ফেলে হাজির হয়েছেন নিজেদের পরীক্ষাকেন্দ্রে। পর্ষদ সভাপতি গৌতম পাল দায়িত্ব গ্রহণের পর থেকেই বলে আসছিলেন, এবার থেকে সবকিছু স্বচ্ছভাবে হবে। পর্ষদ সভাপতির কথায় কতটা ভরসা রাখছেন টেট পরীক্ষার্থীরা?

বাঁকুড়ার টেট পরীক্ষার্থীরা বলছেন, আদালত যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছে, তাতেই খানিক ভরসা পাচ্ছেন তাঁরা। আর বাকিটা ভগবানের কৃপার উপর ভর করেই পরীক্ষা দিতে এসেছেন তাঁরা। মনের মধ্যে তাঁদের অনেক শঙ্কা রয়েছে। পরীক্ষা দিচ্ছেন বটে, কিন্তু শেষ পর্যন্ত কী হবে, তা নিয়ে ধন্ধে রয়েই গিয়েছে… এমনই বলছেন বিদ্যুৎ ঘোষ নামে এক টেট পরীক্ষার্থী। পরীক্ষা দিতে এলেও সরকারের উপর ভরসা রাখতে পারছেন না তিনি।

আবার কেউ ভরসা রাখছেন বটে। অনন্ত্য কুণ্ডু নামে এক পরীক্ষার্থী বলছেন, “এটা সুষ্ঠুভাবে কতটা সম্পন্ন হয়, সেটাই এখন দেখার। বিগত দিনের অভিজ্ঞতা থেকে আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে যদি সব ভালভাবে হয়, তাহলে সবার জন্যই তা ভাল। সরকারের উপর ভরসা না রেখেও তো উপায় নেই।” তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল যেভাবে উদ্যোগী হয়েছেন বিগত কিছুদিনে, তাতে অনেকটাই ভরসা পাচ্ছেন তিনি। আবার কেউ বলছেন, “দুর্নীতির বিষয় তো বিচার্য্য বিষয়। আমাদের যতদিন বয়স আছে, ততদিন আমরা চেষ্টা করব। আমরা আমাদের হাল কেন ছাড়ব?” যেভাবে এবার পরীক্ষার জন্য কড়াকড়ি করা হয়েছে, তা দেখে খানিক ভরসা পাচ্ছেন অনুপ ঘোষ নামে এক টেট পরীক্ষার্থী।

Next Article