বাঁকুড়া: শুক্রবার বাঘের পায়ের ছাপ মিলেছিল বাঁকুড়ার বারিকুলের বাগডুবি ও লাগোয়া ঝাড়গ্রাম জেলার কাঁকড়াঝোড় জঙ্গলে। কিন্তু, এবার নতুন আরও এক জায়গায় মিলল বাঘের পায়ের ছাপ। তাতেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে আতঙ্ক। এদিন সকালে বাঁকুড়ার পি মোড় রেঞ্জের পড়্যাশোল এলাকায় জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কাঁকড়াঝোড় ও বারিকুলের বাগডুবির জঙ্গলের পর পড়্যাশোল এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় বন দফতরের একাংশ মনে করছে বাঘ এবার সারেঙ্গা বা লালগড়ের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে।
বছর পাঁচেক আগে লালগড় এলাকায় ঢুকে পড়া এক বাঘের মর্মান্তিক মৃত্যু হয়েছিল স্থানীয়দের হাতে। এবার সেই লালগড়ের দিকেই এগিয়ে যাওয়ার খবর মিলতেই চাপানউতোর শুরু হয়েছে। শুক্রবার কাঁকড়াঝোড় ও বারিকুলের বাগডুবি জঙ্গলের পর শনিবার সকালে পি মোড় রেঞ্জের পড়্যাশোল এলাকায় বাঘের পায়ের ছাপ মেলায় সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছে না বন দফতর। বন দফতরের একাংশের মতে যে এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে সেই এলাকা থেকে জঙ্গলপথে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় লালগড়ে। স্বাভাবিকভাবেই স্থানীয় জঙ্গলগুলিতে নজরদারি বৃদ্ধি করেছে বন দফতর।
এদিন সকালে পড়্যাশোল থেকে সারেশকোল যাওয়ার কাঁচা মোরামের রাস্তার উপর একাধিক থাবার ছাপ দেখার খবর পেতেই ওই গ্রাম লাগোয়া জঙ্গলের রাস্তায় ছুটে যায় বন দফতরের কর্মীরা। বাঘের পায়ের ছাপের নমুনাও সংগ্রহ করেন তাঁরা। বাঘ ঢুকে পড়েছে পড়্যাশোল জঙ্গলে এমন খবর দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আর তার জেরে পড়্যাশোলের জঙ্গল লাগোয়া স্থানীয় সারেঙ্গা ব্লকের পড়্যাশোল, হ্রদ, বেনাচাপড়া, সারেশকোল, বড়দি, কালাপাথর, দলমভেজা ও পি মোড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এখন দেখার শেষ পর্যন্ত কী পদক্ষেপ করে বন দফতর।