AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ঘুমের সময় শিকল তুলে দিয়ে লাগান হল আগুন, স্বপরিবারে BJP নেতাকে পুড়িয়ে মারার ছক?

Bankura: বাঁকুড়ার ওন্দার নন্দনপুর এলাকার ঘটনা। বুধবার গভীর রাতে তাপস বারিক নামের ওই বিজেপি নেতার ওষুধের দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ব্যাপক ভাঙচুর ও লুঠপাট করা হয় দোকান। এর পাশাপাশি তাঁর বাড়ির বাইরের দিকে শিকল তুলে বাড়িয়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

Bankura: ঘুমের সময় শিকল তুলে দিয়ে লাগান হল আগুন, স্বপরিবারে BJP নেতাকে পুড়িয়ে মারার ছক?
বাঁকুড়ায় পোড়ানো হল বাড়িImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 22, 2026 | 2:39 PM
Share

বাঁকুড়া: ওন্দায় বিজেপি নেতার দোকানে ও বাড়িতে হামলার অভিযোগ। শুধু তাই নয়,বাড়িতে পেট্রল ঢেলে ঘুমন্ত অবস্থায় বিজেপি নেতার পরিবারকে খুনের চেষ্টা। অভিযোগ তৃণমূলের দিকে উঠতেই অস্বীকার শাসকদলের।

বাঁকুড়ার ওন্দার নন্দনপুর এলাকার ঘটনা। বুধবার গভীর রাতে তাপস বারিক নামের ওই বিজেপি নেতার ওষুধের দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ব্যাপক ভাঙচুর ও লুঠপাট করা হয় দোকান। এর পাশাপাশি তাঁর বাড়ির বাইরের দিকে শিকল তুলে বাড়িয়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কোনওক্রমে প্রাণে বাঁচে বিজেপির ওই নেতার পরিবার। তৃণমূলের দাবি এই ঘটনায় তাদের কোনও যোগ নেই।

আক্রান্ত পরিবারের দাবি, রাতে তাপসবাবু বিজেপির কর্মী সম্মেলন সেরে গভীর রাতে নিজের বাড়িতে ফিরছিলেন বিজেপির ওই নেতা। অভিযোগ, বিজেপির ওই নেতাকে চোখে চোখে রেখেছিল দুষ্কৃতীরা। তাপস বারিক বাড়িতে ঢুকতেই তাঁর ওষুধের দোকানে হামলা চালায়। চল ব্যাপক ভাঙচুর ও লুঠপাট। এরপরেই তাঁর বাড়িতে পৌঁছয় তাঁরা। তারপরই বাড়িতে আগুন জ্বালায়। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাপস বারিক ও তাঁর পরিবারকে জ্বলন্ত জ্বালিয়ে প্রাণে মেরে ফেলতেই এই পরিকল্পনা করেছিল। তিনি বলেন, “কাজ করে উনি ফিরছিলেন। সেই সময় যখন বাড়ি যাচ্ছিলেন তখন দোকান ভাঙচুর করে। আর তারপর বাড়ির দরজায় শিকল লাগিয়ে দেয়। এরপর আগুন জ্বালিয়ে দেন।” অপরদিকে, তাপস বারিক বলেন, “আমরা এর প্রতিকার চাই। ঘুমনোর সময় বাড়িতে আগুন লাগিয়ে দিল।” ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ বলেন, “বিজেপির স্বভাবে দাঁড়িয়ে গেছে কিছু ঘটনা ঘটলে তৃণমূলের উপর দোষ দেওয়া। এটা ওদের গোষ্ঠী কেন্দলের ফল।”