TMC Bankura: ঘাসফুলের উপরতলাকে দুষছে তৃণমূল স্তরও, তবুও গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার

Sep 06, 2022 | 3:22 PM

Bankura: সম্প্রতি, বাঁকুড়া জেলার ব্লক স্তরে সভাপতি বদল হয়েছে। বাঁকুড়া ২ নম্বর ব্লকের নতুন সভাপতি হয়েছেন বিধান সিংহ।

TMC Bankura: ঘাসফুলের উপরতলাকে দুষছে তৃণমূল স্তরও, তবুও গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার
বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল (নিজস্ব ছবি)

Follow Us

বাঁকুড়া: সংগঠন থাকলে নির্দিষ্ট সময়ে তার রদবদল হবে এটাই স্বাভাবিক। পুরাতনের বিদায়ের দায়িত্ব নেবে নতুন। কিন্তু বাঁকুড়া তৃণমূল কংগ্রেসে এই রদবদলই হচ্ছে কাল। নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে সরব দলেরই অঞ্চল নেতৃত্ব। নিচুতলার ক্ষোভের মুখে কার্যত কোন ঠাসা নতুন দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতি। যা জেলা রাজনীতিতে ঘাসফুল শিবিরের অন্দরের ফাটলকে সামনে নিয়ে আসছে। মাথাচাড়া দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বও। যদিও এমন দাবিকে নস্যাৎ করছে জেলা নেতৃত্ব।

সম্প্রতি, বাঁকুড়া জেলার ব্লক স্তরে সভাপতি বদল হয়েছে। বাঁকুড়া ২ নম্বর ব্লকের নতুন সভাপতি হয়েছেন বিধান সিংহ। আগে এই পদে ছিলেন ধ্রুবতারা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই পরিবর্তনের পরেই সমস্যার উত্থান। কার্যত নব নিযুক্ত ব্লক সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতেও কসুর করছেন না অধস্থন অঞ্চল সভাপতিরা। এমনকী এক কদম বাড়িয়ে কেউ কেউ নবনিযুক্ত সভাপতির বিরুদ্ধে বিরোধীদের সঙ্গে যোগ সাজেশের অভিযোগ তুলছেন। প্রকাশ্যেই এই কাদা ছোঁড়াছুড়ি কার্যত সামনে এনে দিয়েছে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বকে। যেন নিয়ন্ত্রণের বাইরে দলটি। যেমন অঞ্চল সভাপতি প্রকাশ্যে বলেন, ‘বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রয়েছে বিধান সিংহর। এমনকী দলের কর্মসূচিতেও আসছেন না তিনি। বিজেপি কর্মীদের নিয়ে বৈঠক করছেন বিধানবাবু।’

যদিও, নিজের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন বাঁকুড়া দু নম্বর ব্লকের সভাপতি বিধান সিংহ। পাল্টা তার দাবি, বিভিন্ন অঞ্চলে যে কর্মসূচির আয়োজন করা হচ্ছে তার খবর আসছে না ব্লক স্তর পর্যন্ত। যে অনুষ্ঠানে তাকে জানানোর কথা সেটিও জানানো হচ্ছে না। তাই বিষয়টি নিয়ে তিনি দারস্থ হবেন জেলা এবং রাজ্য নেতৃত্বের।

শাসক শিবিরের এই দ্বন্দ্বে আসরে নেমেছে গেরুয়া শিবিরও। দুর্নীতির ইস্যুতে তৃণমূলের আদি ও নব্যের দ্বন্দ্বেই এ হেন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি তাদের। যদিও এই ধরনের ঘটনাকে নিজেদের গোষ্ঠীদ্বন্দ বলে মানতে নারাজ বাঁকুড়া জেলা তৃণমূলের নেতৃত্ব। সবকিছু স্বাভাবিক আছে বলেই মত তাদের।

Next Article